ঢাবি ‘খ’ ইউনিটে মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। পূর্বঘোষিত ২২ অক্টোবরের বদলে ২৯ অক্টোবর থেকে এই ইউনিটে ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা জানানো হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষার তারিখ পেছানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়।
২৯ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৯ নভেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা চলবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পাওয়া যাবে।
‘খ’ ইউনিটের অধীনে ২,৩৬৩টি আসনে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে মাত্র ১৬.৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
Comments