মিশা সওদাগরের আমন্ত্রণে তারকাদের আড্ডা
বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরের আমন্ত্রণে তাঁর বাসায় হাজির হয়েছিলেন এক ঝাঁক তারকা-শিল্পী।
তিনি বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সভাপতি। নির্বাচিত হওয়ার পর তাঁর বাসায় শিল্পীদের নিয়ে আড্ডা আয়োজন করার সময় হয়ে উঠেনি। অভিনয়-শুটিং-সমিতির কাজে তাঁকে বেশি ব্যস্ত থাকতে হয়েছে। তাই এসবের ফাঁকে একটি আড্ডার আয়োজনের পরিকল্পনা করেন তিনি।
মিশার নিমন্ত্রণে সাড়া দিয়ে সম্প্রতি তাঁর উত্তরার বাসায় উপস্থিত হয়েছিলেন সোহেল রানা, ফারুক, রোজিনা, ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, আমিন খান, সম্রাট, পপি, পূর্ণিমা, জায়েদ খান, নিপুণ, সাইমন সাদিক, পরিচালক ছটকু আহমেদ, মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু, শামসুল আলম প্রমুখ।
মিশা সওদাগর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সব সময় শিল্পীদের সুখ-দুঃখে তাঁদের পাশাপাশি থাকার চেষ্টা করি। একে অন্যের বিপদে হাত বাড়িয়ে দিই। শুধু সমিতির সভাপতি হয়েই নয়, ক্ষমতার বাইরে থেকেও শিল্পীদের বিপদে-আপদে পাশে থেকেছি।”
শিল্পী সমিতির সভাপতি হিসেবে তিনি তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করছেন বলেও উল্লেখ করেন।
Comments