[ভিডিও] ভক্তের ইচ্ছা পূরণে শাহরুখ খান

ক্যান্সারে আক্রান্ত এক ভক্ত বলিউড বাদশাহর প্রতি জানালেন এক অন্যরকম ইচ্ছা। তাঁর সেই ইচ্ছার কথাটি প্রকাশিত হলে একসময় তা একটু একটু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভক্ত অরুণা পিকের ইচ্ছা “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে”-খ্যাত অভিনেতার সঙ্গে একটু দেখা করার। এ কথা জানার পর অরুণার শুভাকাঙ্ক্ষীরা টুইটারে তৈরি করেন একটি হ্যাশট্যাগ (#SRKMeetsAruna)।

এরপর, তা ভাইরাল হয়ে পড়লে খবর পান শাহরুখ। অরুণার প্রতি পাঠান শুভেচ্ছাবার্তা। ভক্তের মঙ্গল কামনা করে ভিডিওবার্তাও দেন তিনি। আশা করেন, দ্রুত সুস্থ হয়ে যাবেন অরুণা। শীঘ্রই দেখা হবে তাঁর সঙ্গে।

Comments