আপন জুয়েলার্সের মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
আপন জুয়েলার্সের তিনজন মালিকের বিরুদ্ধে দায়ের করা অর্থ কেলেঙ্কারি মামলায় পৃথক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার দুটি আদালত।
অভিযুক্তরা হলেন দুটি ধর্ষণ মামলার আসামী শাফাত আহমেদের বাবা দিদার আহমেদ সেলিম এবং তাঁর দুই ভাই গুলজার আহমেদ এবং আজাদ আহমেদ।
মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর নবী আজ (২৩ অক্টোবর) দিদারের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ১২ আগস্ট দিদারের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।
এছাড়াও, গতকাল মহানগর ম্যাজিস্ট্রেট নূরুন্নাহার ইয়াসমিন গুলজার এবং আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তাদের বিরুদ্ধে একই দিনে গুলশান থানায় মামলা দায়ের করা হয়।
অভিযুক্তরা হাইকোর্ট থেকে পাওয়া জামিনের অসদ্ব্যবহার করছিলেন বলে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
Comments