এম কে আনোয়ার মারা গেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার আর নেই। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।
MK Anwar
এমকে আনোয়ার। স্টার ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার আর নেই। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা সায়রুল কবির খান সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, মৃত্যুকালে এমকে আনোয়ারের বয়স হয়েছিল ৮৬ বছর। ঢাকায় এলিফেন্ট রোডের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমকে আনোয়ারের দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই জ্যেষ্ঠ নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, এমকে আনোয়ারের তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা হবে সকাল ১০টায় কাঁটাবন মসজিদে, দ্বিতীয় জানাজা হবে দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ও তৃতীয় জানাজা হবে দেড়টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে।

শেষ খবর পর্যন্ত সকাল পৌনে ১০টায় ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা এমকে আনোয়ারের বাসভবনে ছিলেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Equity funds from foreign investors dip

Bangladesh received 41 percent lower equity capital from foreign investors in fiscal year (FY) 2022-23 compared to a year ago

3h ago