বাংলাদেশের সীমা ছাড়িয়ে ভারতের তিস্তাতেও ইলিশ

প্রায় ত্রিশ বছর পর তিস্তা নদীতে ইলিশ মাছের দেখা মিলেছে। শুধু বাংলাদেশেই নয় ব্রহ্মপুত্র দিয়ে সাঁতরে গিয়ে তিস্তা নদী হয়ে সীমা ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও পৌঁছে গেছে সাগরের ইলিশ।
hilsha
ছবি: সংগৃহীত

প্রায় ত্রিশ বছর পর তিস্তা নদীতে ইলিশ মাছের দেখা মিলেছে। শুধু বাংলাদেশেই নয় ব্রহ্মপুত্র দিয়ে সাঁতরে গিয়ে তিস্তা নদী হয়ে সীমা ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও পৌঁছে গেছে সাগরের ইলিশ।

রাজ্যের মৎস্য দফতর জলপাইগুড়ি বিভাগের সহ-অধিকর্তা আশিস সাহা এই তথ্য নিশ্চিত করেন।  তিনি আরো জানিয়েছেন, ‘জলপাইগুড়ির সদর ব্লকের বাসিন্দা মৎস্যজীবী কমল সরকার রবিবার তিস্তার জাল ফেলতে রুপালি ইলিশ মাছ জালে আটকে পড়ে। গত ত্রিশ বছরে তিস্তায় ইলিশের সন্ধান পায়নি মৎস্য দফতর’। 

তবে তিনি এও জানান, ‘তিস্তা নদী ওপারে (বাংলাদেশ) গিয়ে ব্রহ্মপুত্র নদের মিশে যায়। তিস্তায় ইলিশ না পাওয়া গেলেও ব্রহ্মপুত্রে ইলিশ পাওয়া যায়। তাই ইলিশের ঝাঁক উজিয়ে তিস্তায় ঢুকে পড়তেই পারে’।

তিস্তায় ইলিশ মাছ পেয়ে উচ্ছ্বসিত মৎস্যজীবী কমল সরকার জানান, জালে ইলিশ ধরা পড়েছে প্রথমে বিশ্বাস হয়নি তার। নৌকাতে নামিয়ে ভালো করে আগে দেখে নেন। এরপরই আনন্দে ডাঙ্গায় উঠে অন্যদেরও ইলিশ ধরার ঘটনাটি জানান। সেখান থেকেই খবর পৌঁছে যায় জলপাইগুড়ি মৎস্য বিভাগের কর্মকর্তাদের কাছে। 

তিনি আরও বলেন, গত বাইশ বছর ধরে তিনি তিস্তায় নিয়মিত জাল ফেলেন। মাছ ধরাই তার পেশা। কিন্তু কোনও দিন ইলিশ মাছ তার জালে ধরা পড়েনি। শুধু তিনি কেন তার পরিচিত কোনও জেলের জালেই রুপালি শস্য উঠেনি। 

মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, ইলিশ মাছ দল বেধে চলা মাছ। ঝাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে একটি-দুটি মাছ তিস্তায় প্রবেশ করেছে সেটা ঠিক নয়। তাদের বিশ্বাস, সমুদ্র থেকে ঝাঁক বেধেই হয়তো তিস্তায় প্রবেশ করেছে ইলিশ। 

বাংলাদেশ থেকে ইলিশের অনুপ্রবেশে খুশি তিস্তাপারের জেলেরা। সোমবার থেকে তাই দলে দলে তিস্তায় ইলিশ শিকারে নেমেছেন তারা।

Comments

The Daily Star  | English
BNP leader, BNP Vice Chairman Shahjahan Omar

BNP leader Shajahan will contest polls with AL ticket

BNP Vice Chairman Shahjahan Omar today said he has resigned from the party and gotten nomination from the ruling Awami League to contest the January 7 general election from Jhalakathi-1

7m ago