আশা ছাড়েননি শাহরিয়ার নাফীস

বুধবার মিরপুরে রংপুর রাইডার্সের অনুশীলনে রানিং করছিলেন শাহরিয়ার নাফীস। দূর থেকে দেখে মনে হবে বয়স বুঝি কমে গেছে তার। কাছে যেতেই বোঝা গেল, মেদ ঝরিয়েছেন অনেক। দেখলে মনে হয় আগের যেকোনো সময়ের চেয়ে ফিটনেসের দিক থেকে আছেন সেরা জায়গায়। দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ টম মুডি। কোচের সঙ্গেও দেখা গেল ফুরফুরে মেজাজে। জাতীয় দলে ফেরার প্রশ্নে দীর্ঘ নিঃশ্বাস আছে। তবে মনের ভেতর যাই থাক, মুখে জানালেন ছাড়েননি আশা।
Shahriar Nafees
ফাইল ছবি: একুশ তাপাদার

বুধবার মিরপুরে রংপুর রাইডার্সের অনুশীলনে রানিং করছিলেন শাহরিয়ার নাফীস। দূর থেকে দেখে মনে হবে বয়স বুঝি কমে গেছে তার। কাছে যেতেই বোঝা গেল, মেদ ঝরিয়েছেন অনেক। দেখলে মনে হয় আগের যেকোনো সময়ের চেয়ে ফিটনেসের দিক থেকে আছেন সেরা জায়গায়। দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ টম মুডি। কোচের সঙ্গেও দেখা গেল ফুরফুরে মেজাজে। জাতীয় দলে ফেরার প্রশ্নে দীর্ঘ নিঃশ্বাস আছে। তবে মনের ভেতর যাই থাক, মুখে জানালেন ছাড়েননি আশা।

শাহরিয়ার নাফীস শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৩ সালে। এরপর আর ডাক পড়েনি। গেল বছর তিনেক ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে চলেছেন। তবুও মন গলেনি নির্বাচকদের। দক্ষিণ আফ্রিকায় গিয়ে বাংলাদেশের টপ অর্ডার যখন একেবারেই ব্যর্থ, তখন ফের আলোচনায় অভিজ্ঞ নাফীস । পরের সিরিজে তিনি কি হতে পারেন বিকল্প? নাকি তিনি চলে গেছেন একেবারে বাতিলের খাতায়?

বিপিএলের পরই আছে শ্রীলঙ্কা সিরিজ। জানালেন জাতীয় দলে ফেরার টার্গেট থেকে এখনো সরেননি, ‘জাতীয় দলে ফিরতে আমার টার্গেট তো আছেই, কিন্তু আমার টার্গেট থাকলেই তো হবে না। নির্বাচকরা যদি না ডাকেন তাহলে তো আমার কিছু করার নেই। তবে আমি পারফর্ম করে যেতে চাই, বাকিটুকু উনাদের উপর।’

নাকের অপারেশনে কারণে এবারের জাতীয় লিগে মাঠে নামেননি। এখন আছেন সম্পূর্ণ ফিট। ৩২ পেরুনো বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান রংপুর রাইডার্সের হয়ে দিতে চান সেরাটা, ‘ব্যক্তিগতভাবে আমার টার্গেট রংপুর রাইডার্সকে সেরাটা দেওয়া। ধারাবাহিকভাবে ভালো খেলা যাতে দলের কাজে লাগতে পারি।’

রংপুরের দলে নাফীস অধিনায়ক হিসেবে পাচ্ছেন মাশরাফি মর্তুজাকে। হাবিবুল বাশারের ডেপুটি থাকার সময় নাফীসকেও ভাবা হত আগামী অধিনায়ক হিসেবে। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির অধিনায়কও ছিলেন তিনি। তবে তার চোখে সেরা মাশরাফিই। টাইগারদের ওয়ানডে অধিনায়ক দলে থাকা মানেই নাকি বাড়তি প্রেরণা, ‘মাশরাফি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। তিনি দলে থাকা মানে অবশ্যই বাড়তি একটা উৎসাহের ব্যাপার।’

আগের বছর বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন। ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় এবার বিপিএলেই নেই বরিশাল। নাফীসকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। নতুন জার্সিতে তিনি নিজেও আছেন স্বস্তিতে, ‘ফরচুনেটলি এবার আমার ফ্রেঞ্চাইজি বদল হয়েছে। ফুরচুনেটলি বলছি কারণ রংপুর রাইডার্সে যারা আছে তারা আমার পূর্ব পরিচিত কাজেই এখানে একটা স্বস্তির পরিবেশ পাচ্ছি। আর যারা টিমমেট আছে তাদের সবার সঙ্গেই ত অনেক খেলেছি।’

বিপিএলের শুরুর দিনই মাঠে নামবে নাফীসদের দল রংপুর রাইডার্স। সিলেটে ৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় তাদের প্রতিপক্ষ রাজশাহী কিংস।

Comments

The Daily Star  | English
Electricity price hike

40MW electricity import from Nepal gets govt nod

The government approved the purchase of 40 megawatts of electricity from Nepal using the power grid of India.

1h ago