পেপার কাটিং

সালমানের সঙ্গে যোগ দিবেন সাকিব

বলিউডে “রেস থ্রি” নিয়ে বেশ সোরগোল চলছে। এটি শুরু হয় ছবিটির প্রধান অভিনয়শিল্পীদের নির্বাচন নিয়ে।
saqib saleem
“মুঝে ফ্রান্ডশিপ কারোগে” ছবির অভিনেতা সাকিব সালিম। ছবি: সংগৃহীত

বলিউডে “রেস থ্রি” নিয়ে বেশ সোরগোল চলছে। এটি শুরু হয় ছবিটির প্রধান অভিনয়শিল্পীদের নির্বাচন নিয়ে।

প্রথমে ভাবা হয়েছিলো, এই সিরিজের আগের দুটি ছবির মতো নতুন ছবিতেও থাকছেন সাইফ আলি খান। আরও ভাবা হয়েছিলো “রেস টু”-র মতো দীপিকা পাড়ুকোন থাকছেন নতুন ছবিতে। কিন্তু, তিনি ফিরিয়ে দেন এ প্রস্তাব।

এছাড়াও, ছবিটির জন্যে শাহরুখ খানকে দেওয়া হয়েছিলো একটি নেতিবাচক চরিত্রে অভিনয়ের প্রস্তাব যা তিনিও তা ফিরিয়ে দেন।

যাহোক, শেষমেশ নিশ্চিত হয় যে সাইফ আলির পরিবর্তে “রেস থ্রি”-তে অভিনয় করবেন সালমান খান এবং দীপিকার পরিবর্তে জ্যাকুলিন ফার্নান্দেজ।

সিরিজের আগের দুটি ছবির পরিচালক আব্বাস-মুস্তান হলেও নতুন ছবিটির পরিচালক হবেন রেমো ডি’সুজা তা আগে থেকেই জানানো হয় রমেশ তুরানির প্রযোজনা প্রতিষ্ঠান এবং সালমান খান ফিল্মস এর পক্ষ থেকে। সম্প্রতি, ঘোষণা আসে “রেস থ্রি”-তে ববি দেওল থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

এরপর, এলো নতুন ঘোষণা। ছবিটিতে সালমান খানের সঙ্গে থাকছেন হুমা কোরেশির ভাই এবং ব্যবসাসফল “মুঝে ফ্রান্ডশিপ কারোগে” ছবির অভিনেতা সাকিব সালিম। অভিনয়ে সেরা নতুন মুখ হিসেবে তিনি লাভ করেছিলেন ফিল্মফেয়ার পুরস্কার।

গ্রিসে ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খানের শুটিং শেষ হলেই “রেস থ্রি”-র শুটিং শুরু হবে দুবাইয়ে। গ্রিস থেকে সালমান সরাসরি দুবাই চলে আসবেন বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। খবর, টাইমস অব ইন্ডিয়ার।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

8h ago