এবারও বিপিএলে অনিশ্চিত মোস্তাফিজ
কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় বিপিএলের আগের আসরেও মোস্তাফিজুর রহমানকে পাওয়া যায়নি। এবার দক্ষিণ আফ্রিকা সফরে পা মচকে ফেলেছিলেন। সেই চোট না সারায় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি, নেই টি-টোয়ন্টিতেও। তার সেরে উঠতে বেশ খানিকটা সময় লেগে যেতে পারে। এবারের বিপিএলেও তাই কাটার মাস্টার খেলা অনিশ্চিত।
সব ঠিক থাকলে এখন দক্ষিণ আফ্রিকায় দলের থাকার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু ওয়ানডে সিরিজের পরই মাশরাফির সঙ্গে দেশে ফিরে এসেছেন তিনি। বৃহস্পতিবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, ‘ক্লিনিক্যালি তার উন্নতি হলেও স্ক্যান রিপোর্ট বলছে এটা গ্রেড ২ ইনজুরি। তো আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবো। আগামী দুইদিন শরীরের ওজনটা অল্প পরিমাণে বহন করবে। ফিজিওথেরাপি চলবে। সম্পূর্ণ ইনজুরিমুক্ত না হয়ে খেললে এ ইনজুরিতে আবার পড়তে পারে। এ জন্য বিপিএল না খেলতেই পরামর্শ দিচ্ছি।’
বিসিবি চিকিৎসকের মতে পুরোপুরি সেরে উঠার আগে মাঠে নামলে বরং খারাপ ধরনের পরিস্থিতি হতে পারে মোস্তাফিজের আগামীর জন্য। এখন পর্যন্ত যা অবস্থা তাতে তার পুরো সেরে উঠতে গেলে অন্তত আরও সপ্তাহ তিনেক সময় লাগতে পারে। সেরকম হলেও বিপিএলের একদম শেষ দিকে গিয়ে মাঠে নামার মতো অবস্থা হবে তার।
বিপিএলের পরই শুরু হয়ে যাবে টাইগারদের শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি। শ্রীলঙ্কা সিরিজের সম্পূর্ণ ফিট মোস্তাফিজকে পেতে তাকে বিপিএলে খেলানোর ঝুঁকি নাও নেওয়া হতে পারে।
এবারের বিপিএলে মোস্তাফিজকে দলে নিয়েছিল রাজশাহী কিংস। ৪ নভেম্বর সিলেটে শুরুর দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। তাতে তারা পাচ্ছে স্কোয়াডের সেরা অস্ত্রকেই।
Comments