রোহিঙ্গা সংকট: মিয়ানমারের সেনাপ্রধানকে টিলারসনের ফোন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যা বন্ধ করতে দেশটির সেনাপ্রধানকে অনুরোধ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
rohingya refugees
কক্সবাজারের কাছে বালুখালী শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ত্রাণ নেওয়ার জন্যে অপেক্ষা করছেন। ছবি: রয়টার্স ফাইল ফটো

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যা বন্ধ করতে দেশটির সেনাপ্রধানকে অনুরোধ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

গতকাল (২৬ অক্টোবর) টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন ও মানবিক বিপর্যয়ে তাঁর উদ্বেগের কথা সেনাপ্রধান মিন অং হ্লাইংকে জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট বলেন, “রাখাইন রাজ্যে সংঘাত বন্ধে এবং রোহিঙ্গাদের নিরাপদে তাদের ঘর-বাড়িতে ফিরিয়ে আনার বিষয়ে মিয়ানমার সরকারকে সহযোগিতা করতে দেশটির নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী।”

গত ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী মিয়ানমারে চলমান গণহত্যা থেকে প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মুখপাত্র জানান, শরণার্থী রোহিঙ্গাদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্যে সেনাবাহিনীকে সহযোগিতা করার অনুরোধও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন।

টিলারসন এই মানবিক বিপর্যয়ের নিরপেক্ষ তদন্ত এবং এর পেছনে দোষী ব্যক্তিদের বিচারের বিষয়ে জাতিসংঘকে সহযোগিতা করতে মিয়ানমারের সেনাবাহিনীকে অনুরোধ করেছেন বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

1h ago