গণমাধ্যমে মান বাঁচানোর গল্প শোনালেন অ্যাশলে জুড

ashley judd
অভিনেত্রী অ্যাশলে জুড। ছবি: সংগৃহীত

“রুবি ইন প্যারাডাইজ”-খ্যাত অভিনেত্রী অ্যাশলে জুড গণমাধ্যমকে শোনালেন কীভাবে তিনি হলিউডের বিতর্কিত প্রযোজক হার্ভি ওয়েইন্সটিনের হাত থেকে নিজের মান বাঁচিয়েছিলেন।

গণমাধ্যম এবিসি’র ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে গত ২৬ অক্টোবর হলিউডের এই নামি তারকা বলেন, আজ থেকে বিশ বছর আগে যখন তিনি চলচ্চিত্রে নতুন মুখ হিসেবে এসেছিলেন তখন পড়েছিলেন সেই ‘মুভি মোগল’-এর হাতে।

সে সময় একটি ছবিতে অভিনয়ের জন্যে চুক্তি করতে হার্ভি একদিন অ্যাশলেকে তাঁর ব্যক্তিগত কামরায় আসার নির্দেশ দেন। সেখানে এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন সেদিনের সেই তরুণ অভিনেত্রী।

নিজের মান বাঁচাতে কৌশল আঁটেন অ্যাশলে। হার্ভিকে তিনি বলেন, “যখন আমি তোমার কোন একটি ছবিতে অভিনয় করার পর অস্কার পাব তখন তোমার এই আচরণ আমি মেনে নিব।”

অ্যাশলের ভাষায়, উত্তরে হার্ভি বলেছিলেন, ‘অস্কার পুরস্কার নয়, তোমাকে অস্কার মনোনয়ন পাইয়ে দিব যখন।’ কিন্তু, গোঁ ধরেন এই তারকা। “অস্কার পাওয়ার আগে কিছু নয়,” বলে সেই কামরা থেকে পালিয়ে যান তিনি।

সেদিনের ঘটনাটি এখন মনে পড়লে কী প্রতিক্রিয়া হয়? এমন প্রশ্নের জবাবে বিশিষ্ট এই অভিনেত্রী ও মানবাধিকার কর্মী বলেন, “আমার আত্মসম্মানবোধ আমাকে বলে দেয়, ‘ঠিক করেছো। সত্যিই চমৎকার।’ আমি সেই জায়গা থেকে বের হতে পেরে বেশ আনন্দিত।”

উল্লেখ্য, অস্কার বিজয়ী প্রযোজক হার্ভি ওয়েইন্সটিন নিজের ছবিতে অভিনয় করার সুযোগ ও অস্কারসহ বিভিন্ন সম্মানজনক পুরস্কার পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে যৌন হয়রানির অভিযোগ তুলেন অ্যাঞ্জেলিনা জোলি, গিনেথ প্যালট্রোসহ হলিউডের বেশ কয়েকজন শীর্ষ অভিনেত্রী। এমনকি, বলিউডের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের দিকেও হাত বাড়িয়েছিলেন “শেক্সপিয়ার ইন লাভ”-এর এই প্রযোজক।

 

আরও পড়ুন:

কেট উইন্সলেটকে অস্কার পেতে সহযোগিতা করেছিলেন হার্ভি ওয়েইন্সটিন!

‘ঐশ্বরিয়ার সঙ্গও চেয়েছিলেন হার্ভি ওয়েইন্সটিন’

Comments

The Daily Star  | English

Agent banking drives rural remittance boom

Bangladesh’s agent banking network is continuing to play a transformative role in the country’s financial system, especially through the channelling of remittances through agent outlets.

13h ago