বড় খবর তৈরি করতে বিএনপি নিজেই হামলা করেছে: কাদের
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে বিএনপি নিজেই হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী। গণমাধ্যমে বড় খবর তৈরি করতে এটা করা হয়েছে বলেও মন্তব্য ক্ষমতাসীন দলের এই নেতার।
কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন আকাশপথে যেতে পারতেন। কিন্তু তিনি হয়ত নিজের জনসমর্থন দেখানোর জন্য সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেরকম সাড়া না পেয়ে তারা নিজেরাই ওই হামলার পরিকল্পনা করে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি প্রশ্ন ছুড়ে দেন, আওয়ামী লীগ কেন সাংবাদিকদের গাড়ি ভাংচুর করতে যাবে?
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে গতকাল ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। সাংবাদিকদের বহনকারী গাড়িসহ প্রায় ৩০টি গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা। এতে অন্তত ৪৫ জন আহত হন।
শনিবার পৌনে ৫টার দিকে খালেদার গাড়িবহর ফেনী শহরের পাশে মোহাম্মদ আলী বাজার পার হওয়ার সময় সময় ৪০-৫০ জন লোহার রড, লাঠি ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। যেসব গাড়ি ভাংচুর করা হয়েছে তার মধ্যে চ্যানেল আই, ডিবিসি, একাত্তর, বৈশাখী, একুশে টিভি, দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর গাড়ি রয়েছে।
Comments