বিপিএলে স্বাভাবিক ব্যাটিং অ্যাপ্রোচেই সাফল্য পেতে চান শান্ত
তরুণ সম্ভাবনাময় ক্রিকেটারদের তালিকায় সবচেয়ে উপরের নাম বোধহয় নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনের অন্যতম অস্ত্র এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। এবার বিপিএলে খেলবেন খুলনা টাইটাইন্সের হয়ে। ব্যাটিং স্টাইল ঠিক রেখেই টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাফল্যের পেতে চান তিনি।
রোববার মিরপুরে দলের অনুশীলন শেষে শান্ত বলেন, ‘টি-টোয়েন্টিতে ব্যাটিং স্টাইল চেঞ্জ করার কিছু নেই। যেহেতু সীমিত ওভারের খেলা চেষ্টা করি ওয়ানডের সাথে মিল রেখে ওইভাবে ইন্টেন্স থাকতে। ন্যাচারাল ব্যাটিং না করলে আসলে ডিফিকাল্ট। আমি প্রথমে থেকে যেভাবে খেলে এসেছি হুট করে চেঞ্জ করলে কঠিন হবে খেলা।’
শান্ত মূলত টপ অর্ডার ব্যাটসম্যান । বয়সভিত্তিক ক্রিকেট থেকে এ দল, ঘরোয়া লিগে বেশিরভাগ সময় তাকে তিন নম্বরে নামতে দেখা গেছে। বিপিএলে ব্যাটিং পজিশনও উপরের দিকেই থাকার আশা তার, ‘ব্যাটিং অর্ডার এখনো ঠিক হয়নি, তবে সম্ভাবনা আছে উপরের দিকে ব্যাট করার’
কেবল ব্যাটিং না। ২০ বছর বয়সী তরুণ এরমধ্যে করে ফেলেছেন নেতাগিরি। এ দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষ সিরিজ, ‘প্রথম দিকে একটু চাপ ছিল কিন্তু পরে আমি ক্যাপ্টেন্সি খুব এনজয় করেছি।’
তারকাদের ভিড়ে খুলনা দলের সবচেয়ে বড় তারকা তাদের কোচ মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কান লিজেন্ড ব্যাটসম্যানের কাছ থেকে অনেক কিছু শিখে নেওয়ার সুযোগ শান্তদের। শিখতে মুখিয়ে আছেন শান্তও ‘উনি যে পর্যায়ে খেলা আসছে তার কাছ থেকে তো শেখার অনেক। উনার কাছে জানতে চাইছি উনি কীভাবে রান করছে, কীভাবে বড় বড় বোলারদের মোকাবেলা করছে এসব।’
Comments