খালেদা জিয়ার আবেদনে সুপ্রিম কোর্টের ‘নো অর্ডার’

BNP Chairperson Begum Khaleda Zia
ফাইল ফটো

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরার বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের খালেদার আইনজীবীদের জেরার অনুমতি চেয়ে এই আবেদন করা হয়েছিল।

এর ফলে নিম্ন আদালতে মামলাটির বিচার পরিচালনায় আর কোনো বাধা থাকলো না।

আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আব্দুল ওয়াহ্‌হাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন মো. আব্দুল ওয়াহ্‌হাব মিয়া।

আপিল বিভাগের আদেশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী এডভোকেট খুরশিদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, বিচার কার্যক্রম চালাতে এখন আর কোনো আইনগত বাধা থাকলো না।

তিনি আরও বলেন, হাইকোর্টের ২২ অক্টোবরের আদেশ নিয়ে খালেদা এখন আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করতে পারবেন।

২০১১ সালের ৮ আগস্ট দুদক তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে। ক্ষমতা অপব্যবহার করে অজ্ঞাত সূত্র থেকে তহবিল সংগ্রহের অভিযোগে করা মামলাটিতে খালেদা জিয়াসহ চার জনকে বিবাদী করা হয়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

5h ago