স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি পেতে চলেছে সৌদি নারীরা

স্টেডিয়ামে প্রবেশে সৌদি নারীদের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিতে চলেছে সৌদি আরব। ২০১৮ সালে এই নিষেধাজ্ঞা উঠে যাবে বলে রবিবার ঘোষণা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে পুরুষদের পাশাপাশি মেয়েরাও সৌদি আরবের স্টেডিয়ামগুলোতে খেলাধুলা উপভোগের সুযোগ পাবেন।
স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি পেতে চলেছে সৌদি নারীরা
গত বছর ২৩ সেপ্টেম্বর সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাজধানী রিয়াদে একটি স্টেডিয়ামে প্রথম বারের মত নারীদের প্রবেশে অনুমতি দেওয়া হয়। ছবি: এএফপি

স্টেডিয়ামে প্রবেশে সৌদি নারীদের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিতে চলেছে সৌদি আরব। ২০১৮ সালে এই নিষেধাজ্ঞা উঠে যাবে বলে রবিবার ঘোষণা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে পুরুষদের পাশাপাশি মেয়েরাও সৌদি আরবের স্টেডিয়ামগুলোতে খেলাধুলা উপভোগের সুযোগ পাবেন।

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল এই দেশটিতে প্রকাশ্যে নারী পুরুষের সংস্রবের ওপর কঠোর নিষেধাজ্ঞা মেনে চলা হয়। তবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী সংস্কার পরিকল্পনা এই অবস্থার অবসান ঘটাতে চলেছে। তেলের ওপর নির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ হাতে নিয়েছেন তিনি। তার মধ্যে সৌদি নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের মত ঘোষণাও রয়েছে। আগামী বছর জুন মাস থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন সৌদি নারীরা।

সৌদি আরবের জেনারেল স্পোর্টস অথরিটি এক টুইট বার্তায় নারীদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানায়। টুইট বার্তায় তারা লিখেছে, রিয়াদ, জেদ্দা ও দাম্মামের তিনটি স্টেডিয়ামে ২০১৮ সাল থেকে যেন সপরিবারে খেলা উপভোগ করা যায় সেরকম প্রস্তুতি তারা শুরু করেছে। এই ভেন্যুগুলোর ভেতরে রেস্টুরেন্ট, ক্যাফে ও ভিডিও স্ক্রিন স্থাপন করা হবে বলেও টুইট বার্তায় উল্লেখ করা হয়েছে।

গত মাসে রিয়াদে একটি ফুটবল স্টেডিয়ামে কয়েকশ নারীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তারা সেখানে গিয়েছিলেন।

দেশটির প্রচলিত আইন অনুযায়ী যেকোনো নারীর পড়ালেখা, ভ্রমণসহ নানা কাজের জন্য পুরুষ অভিভাবকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

5h ago