‘ডাক্তারদের ওপর হামলা’: ঢাকা মেডিকেলে বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে আন্দোলনে নেমেছেন।
আজ সকাল ১০টার দিকে বহির্বিভাগ বন্ধ করে তারা হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করেন। নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
এর আগে গত রবিবার ঢাকা মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা ডাক্তারদের ওপর চড়াও হয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগে তিন ঘণ্টা চিকিৎসা বন্ধ রাখা হয়েছিল সেদিন।
Comments