টেস্টে ডাইনীবিদ্যায় পাকিস্তানকে কাবু করেছে শ্রীলঙ্কা!

সর্বশেষ সিরিজে পাকিস্তানকে দুই টেস্টেই হারিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সেই দলটিই পরে পাঁচ ওয়ানডে আর তিন টি-টোয়েন্টির সবগুলাতেই হেরে যায়। টেস্টে অমন তেতে উঠা আর রঙিন পোশাকে মিইয়ে যাওয়ার কি এমন কারণ? শ্রীলঙ্কা দলের অধিনায়ক দিনেশ চান্দিমাল বলছেন ডাইনীবিদ্যাতেই নাকি টেস্টে অমন ফল পেয়েছিলেন।
Dinesh Chandimal
শ্রীলঙ্কা দলের অধিনায়ক দিনেশ চান্দিমাল ছবি: এএফপি ফাইল

সর্বশেষ সিরিজে পাকিস্তানকে দুই টেস্টেই হারিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সেই দলটিই পরে পাঁচ ওয়ানডে আর তিন টি-টোয়েন্টির সবগুলাতেই হেরে যায়। টেস্টে অমন তেতে উঠা আর রঙিন পোশাকে মিইয়ে যাওয়ার কি এমন কারণ? শ্রীলঙ্কা দলের অধিনায়ক দিনেশ চান্দিমাল বলছেন ডাইনীবিদ্যাতেই নাকি টেস্টে অমন ফল পেয়েছিলেন। 

তথ্য প্রযুক্তির আধুনিকায়নের যুগে কেউ ডাইনীবিদ্যায় ভরসা রাখছে, এ যেন বিশ্বাস করাই শক্ত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে চান্দিমাল বলেন, ‘আমি সবসময়ই কারো না কারো আশীর্বাদ নিতে তৈরি থাকি। এটা পাদ্রি হতে পারে কিংবা অন্যকিছু।’

প্রথম টেস্টে ১৫৫ রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন অধিনায়ক। দুটি টেস্টই রোমাঞ্চকরভাবে জিতে নেয় সফরকারী শ্রীলঙ্কা। 

অনেকেই ভেবেছিলেন মজা করেই হয়ত এমনটা বলেছেন চান্দিমাল। তবে তার বলার ভঙ্গিতে ছিল না রসিকতা। ডাইনীবিদ্যায় টেস্টে জিততে পারলে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে কেন এমন বেহাল দশা? সে প্রশ্নের জবাব অবশ্য দেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 

শ্রীলঙ্কানদের ডাইনীবিদ্যা, জ্যোতিষে আস্থা রাখার খবর অবশ্য নতুন নয়। রাজনীতিবিদ থেকে বড় ব্যবসায়ীরাও আস্থা রাখেন এসবে। দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপকসে তার ব্যক্তিগত জ্যোতিষের কাছে পরামর্শ নিয়ে ২০১৫ সালে জাতীয় নির্বাচন এগিয়ে এনেছিলেন। সূত্র: এনডিটিভি 

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

4h ago