‘উইকেট ঠিক ছিল, আমরাই পারিনি’

বোলারদের উপর হতাশ সাকিব। ছবি: ফিরোজ আহমেদ

তারকাবহুল ব্যাটিং লাইনআপ নিয়েও ঢাকা ডায়নামাইটস করতে পারল মাত্র ১৩৬ রান। মাত্র ১ উইকেট হারিয়েই ওই রান টপকে গেছে সিলেট সিক্সার্স। ম্যাচ শেষে দলের হয়ে কথা বলতে এসে আবু হায়দার রনি বললেন উইকেট ঠিকই ছিল। তারাই পারেননি।

প্রথম ম্যাচে বলার মতো কোন পারফরম্যান্স নেই কারো। দলের হয়ে একজনকে কথা বলতে আসতেই হয়। ম্যাচ শেষ হতে না হতেই রনি এসে বললেন, ‘ উইকেট ভালো ছিল। আজকে আমাদের খারাপ দিন গেছে। আমাদের অনেক ভালো ব্যাটিং লাইন আপ। কিন্তু আমরা শুরুতেই উইকেট হারিয়েছি। মাঝে দুজন সেট ব্যাটসম্যান আউট হওয়াতে রানটা বড় হয়নি। একটা খারাপ দিন ছিল সব মিলিয়ে। আশা করছি আমরা ঘুরে দাঁড়াব।

মামুলি টার্গেট ঠেকাতে হলে দরকার ছিল দুর্দান্ত বোলিং। ঢাকার বোলাররা তার ধারে কাছেও যেতে পারেননি, ‘আমরা যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি।’নিজেরা এলোমেলো বোলিং করলেও প্রতিপক্ষের বোলাররা  মাথা খাটিয়ে বল করেছেন, ‘ওদের ভ্যারিয়েশন গুলো ভালো ছিল। শেষ দিকে ইয়র্কারগুলো ভালোভাবে এক্সিকিউট করতে পারছে। চেঞ্জ অব পেস ভালো ছিল।’

শক্তির বিচারে অনেক এগিয়ে থেকেও মাঠে তার প্রতিফলন নেই। উলটো হেসেখেলেই জিতেছে সিলেট। রনি অবশ্য বললেন সব দলই সমানে সমান, ‘যে সাতটি দল আছে প্রতিটি কিন্তু কাছাকাছি। আমাদের দল হয়তো একটু ভালো কিন্তু ওদের দল কিন্তু খারাপ না। ওদের ব্যালেন্স টিম। টি-টোয়েন্টি ক্রিকেটে  এনিথিং ক্যান হ্যাপেন। যেদিন যারা ভালো খেলবে তারা জিতবে।’

 

 

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

1h ago