দুই কারণে মাশরাফির জার্সি নম্বর 'শূন্য'
জাতীয় দল, ফ্রেঞ্চাইজি লিগ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ। সব জায়গায় ০২ নম্বর জার্সি পরেই এতদিন খেলছিলেন মাশরাফি মর্তুজা। এবার পেছনের '২' ছেঁটে ফেলেছেন। বিপিএলে মাশরাফি নেমেছেন '০' নম্বর জার্সি পরে। ম্যাচ শেষে মাশরাফি নিজেই জানালেন এর পেছনে আছে দুই কারণ।
ক্যারিয়ারের শুরুতে '০৪' নম্বর জার্সি পরে খেলতেন হার্শেল গিবস। ২০০৪ সালে ম্যাচ পাতানোর অভিযোগে ফ্যাসাদে পড়েন। পরে নির্দোষ প্রমাণিত হয়ে ক্রিকেটে ফিরলে বদলে দেন জার্সি নম্বর। এরপর থেকে খেলতেন '০০' নম্বর জার্সি পরে। গিবসের কাছ থেকেই নাকি এই নম্বর বদলের অনুপ্রেরণা মাশরাফির, 'এর পেছনে আসলে দুইটা কারণ আছে, কদিন আগে একটা সাক্ষাতকারে পড়েছিলাম হার্শেল গিবসের, স্টার্ট ফ্রম জিরো এগেইন।'
জাতীয় দলে ক্যারিয়ার একদম শুরুতে অবশ্য ২০ নম্বর জার্সি পরতেন মাশরাফি। পরে শূন্য আগে এনে দুই পরে নিয়ে যান। এবার ২ বাদ দিয়ে নাকি করলেন বৃত্তপূরন, 'শুরুতে ২০ ছিল, পরে শূন্য কেটে দিয়েছিলাম। এখন ২ বাদ দিয়ে শূন্য রেখেছি, বৃত্ত পূরণ হয়ে গেল।'
Comments