এবারও টার্গেট নাগালের মধ্যেই পেল সিলেট সিক্সার্স
ফের টস জিতে আঁটোসাটো বোলিং করলেন নাসির হোসেন। উইকেটে বল গ্রিপ করায় জ্বলে উঠলেন তাইজুল ইসলাম। মারলন স্যামুয়েলসের ফিফটির পরও ১৪৫ রানের বেশি করতে পারল না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
নাসির হোসেনের টস ভাগ্যটা বেশ ভালো। সিলেটের পিচে পরে ব্যাট করা দলই বেশি জেতে, টস জেতাটা তাই অনেক বড় টার্নিং পয়েন্ট। তবে আগের দিনের মতো এদিন শুরুতেই সাফল্য পাননি। পঞ্চম ওভারে গিয়ে ভাঙে কুমিল্লার ওপেনিং জুটি। নাসিরের বল স্টাম্পে টেনে নিয়ে ১১ রান করে ফিরে যান ইমরুল। শুরুতে চার-ছয় মেরে ঝড় তুলার ইঙ্গিত দিয়েও বেশিক্ষণ টেকেননি লিটন দাস। তাইজুলের বলে তেঁড়েফুঁড়ে বেরিয়ে আসতে গিয়ে হয়েছেন স্ট্যাম্পিং। সেটা ছিল ওই ওভারের শেষ বল। পরের ওভারে এসে প্রথম বলেই বাটলারকে আউট করে তাইজুল জাগিয়েছিলেন হ্যাট্রিকের সম্ভবনা। ইংলিশ ব্যাটসম্যান সোজা বল তুলে দেন লং অফে।
বেশ খানিকটা বিপদে পড়া কুমিল্লাকে এরপর পথ দেখিয়েছেন সিলেটের ছেলে অলক কাপালী। দুই ছক্কার ১৯ বলে ২৬ রান করে ছক্কা হাঁকাতে গিয়ে সান্তকির বলে কাটা পড়েন অলক। কুমিল্লা বাকিটা এগিয়েছে স্যামুয়েলসের ব্যাটে। প্লাঙ্কেটের বলে নাসিরের হাতে আউট হওয়ার আগে ৪৭ বলে ৬০ রান করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
সিলেট সিক্সার্সের হয়ে তাইজুল ও সান্তকি ২টি করে উইকেট পান। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ১ উইকেট নেন নাসির।
Comments