শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে এসে ফোন খোয়ালেন ১৩ ভক্ত

মুম্বাইয়ের বান্দ্রা আবাসিক এলাকায় ভক্তরা জড়ো হয়েছিলেন প্রিয় তারকা শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে। দীর্ঘ সময় অপেক্ষাও করেছিলেন তাঁরা, শুধু তাঁকে এক নজর দেখবেন বলে।
Shah Rukh Khan birthday
মুম্বাইয়ের বান্দ্রা আবাসিক এলাকায় জড়ো হওয়া ভক্তদের দেখা দেন শাহরুখ খান। ছবি: টাইমস অব ইন্ডিয়া

মুম্বাইয়ের বান্দ্রা আবাসিক এলাকায় ভক্তরা জড়ো হয়েছিলেন প্রিয় তারকা শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে। দীর্ঘ সময় অপেক্ষাও করেছিলেন তাঁরা, শুধু তাঁকে এক নজর দেখবেন বলে।

ঘটনাটি ২ নভেম্বরের। সেদিন ছিলো বলিউড বাদশাহর জন্মদিন। বান্দ্রায় শাহরুখের বাড়ি মান্নাতকে ঘিরে ভক্তদের ভিড় জমেছিলো সেদিন। ‘বাজিগর’-এর নায়ক তাঁদের নিরাশ করেননি। সেদিন তিনি শুধু দেখা দেননি কথাও বলেছিলেন তাঁদের সঙ্গে। হাজারো ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি উদযাপন করেছিলেন ৫২তম জন্মদিন।

এতো আনন্দের মধ্যেও বিপত্তি ঘটেছিলো সেদিন। এক এক করে ১৩টি ফৌজদারি মামলা লিখতে হয়েছিলো বান্দ্রা খানা পুলিশকে। তাঁরা সবাই মোবাইল ফোন হারানোর বিষয়ে অভিযোগ করেন। জানান, সেদিন অনেকরই পকেট-কাটা পড়েছিলো।

সেদিনের ভুক্তভোগী ভক্তদের একজন ছিলেন আনকিত সাহু। তিনি এসেছিলেন ভারতের ছত্তিশগড় রাজ্য থেকে। গণমাধ্যমকে তিনি জানান, “কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলাম আমি। কিন্তু, ভিড়ের মধ্যে আমার সেল ফোনটি খোয়া গেছে।” সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Comments