আম্পায়ারকে কটু কথা বলে শাস্তি পেলেন সাব্বির

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত বিপিএলেও ১২ লাখ টাকা জরিমানা গুনেছিলেন সাব্বির রহমান। এবারও শুরুর দিকেই পেলেন শাস্তি। আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহারের শাস্তি হিসেবে জরিমানার পাশাপাশি তিন ডিমেরিট পেয়েছেন সিলেট সিক্সার্সের ব্যাটসম্যান।
মাঠের পারফরম্যান্সে এবারের নতুন দল সিলেট সিক্সার্স বাজিমাত করেছে প্রথম দুই ম্যাচেই। তবে দুই ম্যাচেই শাস্তি পেয়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। প্রথম ম্যাচে টসে আসতে দেরি করে অধিনায়ক নাসির হোসেন ও ম্যানেজার হাসিবুল হোসেনকে সতর্ক করা হয়। এক ডিমেরিট পয়েন্টও যোগ হয় তাদের একাউন্টে। দ্বিতীয় ম্যাচে আম্পায়ারকে কটু কথা বলায় সাব্বির রহমানের ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এছাড়া তিন ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। এই টুর্নামেন্ট চলাকালীন আরও এক ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচ নিষিদ্ধ হতে হবে থাকে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের সময় আম্পায়ারকে বাজে ভাষায় কথা বলেন সাব্বির। ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার আক্তারুজ্জামান মিলে তার বিরুদ্ধে অভিযোগ আনেন।
সাব্বির ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে অভিযোগ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
Comments