বিপিএলে ঢাকা পর্ব থেকে নতুন সময়সূচি

প্রতিবারই এমন হয়। বিপিএলের শুরুতে থাকে বেলা দুইটায় প্রথম ম্যাচ, পরেরটি সন্ধ্যা সাতটায়। ৩/৪ ম্যাচ হবারই পরই টের পাওয়া যায় নভেম্বরে কুয়াশার দাপট। বাধ্য হয়ে আগাতে হয় খেলা। এবারও তাই হয়েছে। সিলেটে রাতের ম্যাচগুলো দেরি হওয়াতে ঢাকা পর্ব থেকে এক ঘন্টা এগিয়ে আনা হয়েছে সময়সূচি।

প্রতিবারই এমন হয়। বিপিএলের শুরুতে থাকে বেলা দুইটায় প্রথম ম্যাচ, পরেরটি সন্ধ্যা সাতটায়। ৩/৪ ম্যাচ হবারই পরই টের পাওয়া যায় নভেম্বরে কুয়াশার দাপট। বাধ্য হয়ে আগাতে হয় খেলা। এবারও তাই হয়েছে। সিলেটে রাতের ম্যাচগুলো দেরি হওয়াতে ঢাকা পর্ব থেকে এক ঘন্টা এগিয়ে আনা হয়েছে সময়সূচি। 

বর্তমান সূচিতে সিলেটে দিনের ম্যাচ হচ্ছে দুপুর ২টায়, পরেরটি সন্ধ্যা ৭টায়। ৮ নভেম্বর পর্যন্ত চলবে এভাবেই। ১১ নভেম্বর ঢাকা থেকেই আসছে বদল। ওই দিন থেকে প্রথম ম্যাচ ১ ঘণ্টা এগিয়ে শুরু হবে দুপুর ১টা থেকে। দ্বিতীয় ম্যাচও ১ ঘণ্টা এগিয়ে শুরু হবে ৬টায়।

‘স্ট্যাটেজিক টাইম আউট’ মিলিয়ে প্রতি ইনিংসের জন্য সময় থাকবে দেড় ঘণ্টা। দুই ইনিংসের মাঝে বিরতি ২০ মিনিট। তবে শুক্রবারে থাকছে ভিন্ন সময়সূচি। শুক্রবারে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, পরেরটি সন্ধ্যা ৭টায়।

Comments