নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসানকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেসরকারিভাবে পরিচালিত বিশ্ববিদ্যালয়টির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক তিনি।
মুবাশ্বারে নিখোঁজ হওয়ার পর গত রাত ১টার দিকে তার বাবা মোতাহার হোসেন খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে জিডির সত্যতা নিশ্চিত করেছেন।
জিডির বরাত দিয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে গতকাল সকাল ৭টায় ঢাকার দক্ষিণ বনশ্রীর বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুবাশ্বারের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
মুবাশ্বারের চাচা মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, গত ২৫ অক্টোবর কেউ একজন ছাত্র পরিচয় দিয়ে তাকে খুঁজতে বাসায় এসেছিল। সে তখন বাসায় ছিল না। এরপর থেকেই মুবাশ্বার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল।
এই ঘটনার পর মুবাশ্বার নিজেই তার বাসার চারপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করেছিলেন।
Comments