শেষ ১০ ওভারে মাত্র ১ বাউন্ডারি!
টস হেরে ব্যাট করতে নেমে এদিনও ঝড় তুলেছিলেন চিটাগাং ভাইকিংসের ওপেনার লুক রঙ্কি। তার ঝড়ে প্রথম ১০ ওভারেই স্কোরবোর্ডে উঠে গিয়েছিল ১১২ রান। তারমধ্যে রঙ্কিরই একারই ৩৫ বলে ৭৮। ৭ টি করে চার ও ছক্কা মারেন তিনি। প্রথম ১০ ওভারে ১৭টি বাউন্ডারি আসে ভাইকিংস ইনিংস থেকে। অথচ ২০ ওভার শেষে ১৬৬ রানের বেশি করতে পারেনি তারা। পরের ১০ ওভারে থেকে যে এসেছে মাত্র ১ বাউন্ডারি।
প্রথম ম্যাচেও ভাইকিংসের ছিল একই দশা। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৯১ রান তুলে ফেলে। পরের ১০ আসে আর মাত্র ৫২ রান। আগের ম্যাচে ১১ বলে ৬ রান করে আউট হয়েছিলেন অধিনায়ক মিসবাহ উল হক। ৪৪ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটসম্যান এবার নেমেছিলেন চার নম্বরে। আর আউটই হননি, যেন উইকেটে জমে গিয়েছিলেন। রান করেছেন শম্বুক গতিতে। ৩০ বলে ২৯ রান করে অপরাজিত থেকে যান তিনি। পাঁচে নেমে প্রায় অচেনা ইংলিশ ব্যাটসম্যান লুইস রেইস ১৬ বলে ১০ রান করে ফেরেন। ছয় নম্বরে নেমে ঝড় তুললে পারেননি এনামুল হক বিজয়ও ১২ বলে ১৫ রান করা অপরাজিত থেকেছেন তিনি।
Comments