আমারই তাকে সরি বলা উচিত: মাশরাফি
তখন চলছিল ১৭তম ওভারের খেলা । ম্যাচ দোলাচলে। চিটাগাং ভাইকিংসের পেসার শুভাশিস রায়ের ইয়র্কর লেন্থের বলটা ঠেকিয়েছিলেন মাশরাফি। বল ধরে তেড়েফুঁড়ে স্টাম্পে ছোঁড়ে মারার ভঙ্গি করেন শুভাসিশ। মাশরাফি তাকে বোলিং প্রান্তে ফেরার ইঙ্গিত করতেই রেগেমেগে তেড়ে আসেন। ফিল্ডার আম্পায়াররা এসে তাকে সরিয়েছেন। তখনো চলছিল শুভাশিসের গর্জন।এমন দৃশ্যে তখন হতবাক সবাই। ম্যাচ শেষে মাশরাফি অবশ্য ওটাকে সিরিয়াসই মনে করছেন না। বরং তারই নাকি শুভাশিসকে ‘সরি’ বলা উচিত ছিল।
রংপুর রাইডার্স চিটাগাং ভাইকিংসের কাছে হেরেছে ১১ রানে। তবে ওটা ছাপিয়ে সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই ওই ঘটনা নিয়ে।
মাশরাফি বলেন , 'ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এরকম হয়। এটা সিরিয়াস কিছু নয়।'
মাশরাফি সিরিয়াস মনে না করলেও সংবাদ সম্মেলনে বারবার ঘুরেফিরে এসেছে তা। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কের উত্তর এরপরও আরও পরিণত, ‘আমি মনে করি আমার তাকে সরি বলা উচিত। আর যেটা বললাম ম্যাচের মধ্যে এটা হয়ে যায়। অবশ্যই ওর জায়গা থেকে আমি মনে করি ঠিক আছে কারণ সেও জিততে চাইবে আমিও চাইব।'
ওভার শেষে অবশ্য মাশরাফিকে বেশ কয়েকবার সরি বলার চেষ্টা করেছেন শুভাশিস। ১৬ বছর আগে এই দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মাশরাফি। দেখেছেন অনেক উত্থান পতন। সেসব নিয়েও ছোট করে কথা বলেছেন মাশরাফি। জানিয়েছেন সুখের ঘটনাই বেশি। তবে বর্তমান তরুণ ক্রিকেটারদের আচরণে এসেছে অনেক বদল। মুখে প্রকাশ না করলেও তাতে হয়ত আক্ষেপ আছে টাইগার অধিনায়কের।
আরও পড়ুনঃ শুভাশিসও বাংলাদেশের হয়ে খেলে, তারও ভালোবাসা প্রাপ্য: মাশরাফি
Comments