ডাকাত ধরতে গিয়ে ফরিদপুরে নিহত ২
এক দল ডাকাতকে ধাওয়া করার সময় তাদের ছোঁড়া গুলিতে অন্তত দুইজন গ্রামবাসী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলায় আজ (৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, নিহত ব্যক্তিরা হলেন জোহর মৃধার ছেলে সাজ্জাদ মৃধা (৩৭) এবং আয়েন মৃধার ছেলে সেন্টু মৃধা (৩৩)।
পুলিশের বরাত দিয়ে তিনি আরো জানান, রাত ২ টার দিকে ১৬-১৭ জন ডাকাত চর ভদ্রাসনে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আগে হামলা করে স্বর্ণালঙ্কারসহ দামি জিনিসপত্র নিয়ে যায়। এমন সময় গ্রামবাসীরা ডাকাতদের ধাওয়া করলে তাদের ছোঁড়া গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।
চর ভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত বলেন, “গ্রামবাসীরা নদীতে একটি স্পিড বোট দেখে তা আটকানোর চেষ্টা করে। তখন স্পিড বোট পাহারা দেওয়া দুই ডাকাত গ্রামবাসীদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। এমন সময় চারজন গুলি বিদ্ধ হয়।”
এদের মধ্যে সাজ্জাদ ঘটনাস্থলে নিহত হন এবং সেন্টু মারা যান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি দুজনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্যে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন যে নিহত গ্রামবাসী সাজ্জাদ মৃধার বুকে ও পিঠে গুলি লেগেছিলো।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোন ডাকাতকে আটক করা যায়নি।
Comments