নেমেই বাজিমাত আফ্রিদির
ঢাকা ডায়নামাইটসের হয়ে প্রথম ম্যাচে নেমেই বাজিমাত করেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। চার ওভার বল করে মাত্র ১২ রানেই পেয়েছেন ৪ উইকেট। তাতে ৫৩ রানে ৯ উইকেট হারানো সিলেট সিক্সার্স করতে পেরেছে ১০১ রান।ওই রান তাড়া করতে নেমেও ব্যাট হাতে তাণ্ডব ছুটিয়েছেন আফ্রিদি।
ইনিংসের ছয় নম্বর ওভারে বল করতে আসেন আফ্রিদি। প্রথম পাঁচ বল থেকে নাসির হোসেন তাকে এক বাউন্ডারি মারলেও ওভারের শেষ বলেই নাসির কুপোকাত। আফ্রিদিকে স্লগ সুইপ করতে গিয়ে সিক্সার্স অধিনায়ক ক্যাচ তুলে দেন আকাশে। মাঝে দু ওভার বিরতি দিয়ে নবম ওভারে এসে আবার সাফল্য আফ্রিদির। লঙ্কান হাসারাঙ্গাও গেলেন আফ্রিদিকে স্লগ সুইপ করতে। ফল একই। সহজ ক্যাচ নিলেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।
আফ্রিদির পরের দুই উইকেট একই ওভারে। টিম ব্রেসনান ক্যাচ দিয়েছেন লং অনে। গুগলিতে ভড়কে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন নুরুল হাসান সোহান।
এ তো গেল বোলিং। বোলিংয়ের তেজ ব্যাটিংয়ে পাওয়ার আশা তাকে নামিয়ে দেওয়া হয় ওপেনিংয়ে। মওকা পেয়ে ষোলকলা পূর্ণ করেছেন পাকিস্তানি হার্ড হিটার। সিক্সার্স বোলারদের বেশুমার পিটিয়ে ১৭ বলে করেন ৩৭, তাতে পাঁচটি বিশাল ছক্কা আর এক চার। ম্যাচ সেরাও হয়েছেন তিনিই।
Comments