কোচের পদত্যাগে মুশফিক ‘শকড’

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ চলাকালীনই অধিনায়ক মুশফিকুর রহিমের কথায় পাওয়া যাচ্ছিল টিম ম্যানেজমেন্টের প্রতি অসন্তুষ্টি। টিম ম্যানেজমেন্ট বলতে আসলে একজনই- কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি কোথায় ফিল্ডিং করবে তাও নাকি সেই ‘টিম ম্যানেজমেন্ট’ এর নির্দেশে ঠিক হতো। কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের সেই মুশফিকুর রহিমই নাকি শকড।  

কোচের  পদত্যাগ নিয়ে প্রায় একই সুরে কথা বলেছেন মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসানরা। মুশফিকও হাঁটলেন সে পথে,  ‘আসলে কী হয়েছে, বলতে পারছি না। সবার মতো আমিও শকড। সর্বশেষ সফরেও একসঙ্গে কাজ করেছি।'

বিসিবি প্রধান বলেছেন সফরের মধ্যেই পদত্যাগ পত্র জমা দেন কোচ। মাশরাফি, সাকিবের মতো মুশফিক নাকি আঁচ করতে পারেননি কিছুই, 'শেষ সফরেও ছিলাম একসঙ্গে, জানতেও পারিনি কীভাবে, কখন এটা হলো। যা-ই হবে...আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। বিপিএলের পর হোম সিরিজ আছে। যেটাই হোক দ্রুত হলে ভালো। এটা বিসিবি দেখছে। আমার মনোযোগ এখন বিপিএলে। আশা করছি, সব দ্রুত ঠিকঠাক হয়ে যাবে। আর যদি না হয়, এটা বিসিবি ও কোচের ব্যাপার। ’

কথা আছে ক্রিকেটাদের উপর বিশেষ করে সিনিয়র কয়েকজন ক্রিকেটারের উপর অভিমান করেই নাকি দায়িত্ব ছেড়ে দিয়েছেন হাথুরু। মুশফিক এড়িয়ে গেলেন এই প্রশ্ন, 

 ‘এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তিনি যদি নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের ওপর অখুশি থাকেন, সেটি ভিন্ন কথা। তবে যেটা বললাম, এখনো পরিষ্কার নই তিনি কেন পদত্যাগ করেছেন। তিনি এখনো আনুষ্ঠানিক বিবৃতিও দেননি। তিনি না আসা পর্যন্ত আমাদের কিংবা আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার নয়।’

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

6m ago