পিএসএলে এবারও চার বাংলাদেশি, নেই গেইল!

পাকিস্তান সুপার লিগ (পিএসএলে) এবারও দল পেয়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান মাতাবেন আসর। তবে অবাক করা ব্যাপার টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে নেয়নি কোন দল।
Shakib Al Hasan
এবারও পেশোয়ার খেলবেন সাকিব, ছবি: ফিরোজ আহমেদ

পাকিস্তান সুপার লিগ (পিএসএলে) এবারও দল পেয়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান মাতাবেন আসর। তবে অবাক করা ব্যাপার টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে নেয়নি কোন দল।

সাকিব আল হাসানকে আগেই ধরে রেখেছিল পেশোয়ার জালমি। নিলামে ফের তামিম ইকবালকেও নিয়েছে তারা। আগেরবারও মোস্তাফিজকে রেখেছিল লাহোর কালান্দার্স। সেবার খেলতে না পারলেও এবারও কাটার মাস্টারকে নিয়েছে তারা। কোয়েটা  গ্ল্যাডিয়েটর্স জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিষিদ্ধাদেশ কাটিয়ে এবারই ঘরোয়া টি-টোয়েন্টিতে ফেরার সুযোগ ছিল সালমান বাট ও মোহাম্মদ আসিফের। তবে এই দুজনকে ডাকেনি কোন ফ্রেঞ্চাইজি।

পিএসএলে কোন দলে কারা আছেন-

মুলতান সুলতান :

 শোয়েব মালিক, কাইরন পোলার্ড, কুমার সাঙ্গাকারা, সোহেল তানভির, মোহাম্মদ ইরফান, জুনাইদ খান, শোয়েব মাকসুদ, ইরফান খান, কাশিফ ভাট্টি, ইমরান তাহির, ড্যারেন ব্রাভো, আহমেদ শেহজাদ, মোহাম্মদ আব্বাস, নিক পুরান, আব্দুল্লাহ শফিক, সাইফ বদর। অতিরিক্ত খেলোয়াড় : হার্দাস ভিলিয়ন, উমর গুল।

পেশোয়ার জালমি : মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, সাকিব আল হাসান, কামরান আকমল, ড্যারেন স্যামি, হাসান আলি, হারিস সোহেল, ক্রিস জর্ডান, মোহাম্মদ আসগার, ডোয়াইন ব্রাভো, তামিম ইকবাল, হাম্মাদ আযম, সাদ নাসিম, তৈমুর সুলতান, সামিন গুল, ইবতিসাম শেখ। অতিরিক্ত খেলোয়াড় : আন্দ্রে ফ্লেচার, ইভিন লুইস।

করাচি কিংস : শহিদ আফ্রিদি, উসমান খান, উসামা মির, খুররম মনজুর, রবি বোপারা, ইমাদ ওয়াসিম, বাবর আযম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, কলিন ইনগ্রাম, মিচেল জনসন, লুক রাইট, ডেভিড উইজি, তাবিশ খান, মোহাম্মদ ইরফান জুনিয়র, হাসান মহসিন। অতিরিক্ত খেলোয়াড় : কলিন মুনরো, এউইন মরগান।

লাহোর কালান্দার্স : উমর আকমল, সুনিল নারিন, ব্রেন্ডন ম্যাককালাম, ফখর জামান, ইয়াসির শাহ, ক্যামেরন ডেলপোর্ট, আমির ইয়ামিন, বিলওয়াল ভাট্টি, সোহেল খান, ক্রিস লিন, মোস্তাফিজুর রহমান, বিলাল আসিফ, রাজা হাসান, সোহেল আখতার, শাহিন শাহ আফ্রিদি, গুলাম মুদাসসার। অতিরিক্ত খেলোয়াড় : অ্যাঞ্জেলো ম্যাথুজ, মিচেল ম্যাকক্লেনাঘান।

ইসলামাবাদ ইউনাইটেড : মোহাম্মদ সামি, আন্দ্রে রাসেল, রুম্মন রইস, শাদাব খান, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বদ্রি, ইফতিখার আহমেদ, আমাদ ভাট, আসিফ আলি, জেপি ডুমিনি, লুক রনকি, ফাহিম আশরাফ, স্যাম বিলিংস, জাফর গোহার, শাহিবজাদা ফারহান, হুসাইন তালাত। অতিরিক্ত খেলোয়াড় : অ্যালেক্স হেলস, ডেভিড উইলি।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স : সরফরাজ আহমেদ, কেভিন পিটারসেন, রাইলি রুশো, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলি, মাহমুদউল্লাহ, উমার আমিন, মির হামজা, আসাদ শফিক, শেন ওয়াটসন, কার্লোস ব্র্যাথওয়েট, রাহাত আলি, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, সাদ শাকিল, হাসান খান। অতিরিক্ত খেলোয়াড় : জ্যাসন রয়, রশিদ খান।

Comments

The Daily Star  | English

Khagrachhari violence: 3 dead, 4 sent to CMCH 'with bullet wounds'

Three indigenous people died of their injuries at a hospital in Khagrachhari yesterday and early today, hours after arson attacks and violence in the district

1h ago