'সাকিব সবার সেরাটা বের করে আনতে জানে'

Shakib Al Hasan-Kumar Sangakkara
সোমবার অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: ফিরোজ আহমেদ

ঢাকা ডায়নামাইটসে এক ঝাঁক তারকা। ওই তারায় ভরা দলের নেতাগিরির ভার পড়েছে সাকিব আল হাসানের উপর। তা কেমন অধিনায়ক তিনি? অফ স্পিনার সুনিল নারিন বিশ্ব ক্রিকেটে বড়নাম। সাকিবের অধিনায়কত্ব নিয়ে বেশ উচ্ছ্বসা  তার। 

সাকিবের সঙ্গে বিভিন্ন ফ্রেঞ্চাইজি লিগে প্রায়ই দেখা হয় নারিনের। দুজন দুজনকে চেনেনও ভাল। এবার অধিনায়ক হিসেবে কাছ থেকে পেয়ে নারিনের ব্যাখ্যা,'তারকা ভরপুর একটি দলকে নেতৃত্ব দেওয়া চ্যালেঞ্জের কাজ। অধিনায়ক হিসেবে সে খুব ভালো করছে। ও সবাইকে নিজের মত খেলতে দেয়, অনুপ্রেরণা দেয়। এবং সে খুব রিলাক্সড থাকে। সেরাটা বের করে আনতে জানে।'

তারকা ভরপুর দল নিয়ে প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে হেরে গিয়েছিল সাকিব-নারিনরা। তবে ঘুরে দাঁড়িয়ে দাপটের সঙ্গে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ওই দুই ম্যাচে ব্যাটিং তো বটেই ঢাকার বোলিং ছিল চোখ ধাঁধানো। বিশ্বমানের বোলারদের জন্যই নাকি তাদের কাজটা সহজ হয়ে যাচ্ছে, 'আমাদের যে মানের বোলার আছে তাতে কাজটা সহজ। দু'একজনের উপর নির্ভর করা লাগে না। আমি না পারলে কেউ একজন ঠিকই কাজটা করে দেবে।'  

ফ্রেঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টির ফেরিওয়ালা নারিন গত ম্যাচেই এই ফরম্যাটে তুলেছেন ৩০০তম উইকেট। সামনে নাকি অপেক্ষা করছে এমন আরও মাইলফলক,  'সব সময় ভাল খেলে দারুণ কিছু অর্জন করতে চাই। সামনে আরও অর্জন অপেক্ষা করছে। প্রতিটা পদক্ষেপে উন্নতি করে যাব।'

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

8h ago