রংপুরের অনুশীলনে ম্যাককালাম
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ঢাকায় এসেছেন ব্রান্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ককে দলে নিয়েছে রংপুর রাইডার্স। সব কিছু ঠিক থাকলে ১৮ নভেম্বর রংপুরের হয়ে মাঠে নামবেন তিনি।
বুধবার এসেই মাশরাফিদের সঙ্গে অনুশীলন করেছেন টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষ এই ব্যাটসম্যান। রংপুরের হয়ে খেলতে ঢাকায় এসেছেন শ্রীলঙ্কান কুশল পেরেরাও।
ম্যাককালামের দল রংপুর এবারের বিপিএলে এখনো পর্যন্ত খুব ভালো অবস্থায় নেই। জিতেছে তিন ম্যাচের একটিতে। রংপুরের পরের খেলা ১৮ নভেম্বর। সেদিন সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নামবে মাশরাফির দল। রংপুর রাইডার্সে খেলতে বৃহস্পতিবার ক্রিস গেইলেরও ঢাকায় আসার কথা রয়েছে। পরের ম্যাচে তাই তারকা ভরপুর হয়েই নামছে রংপুর।
আরও পড়ূন- দুটির বেশি বিদেশি লিগ নয়: সমস্যা দেখছেন না মাশরাফি
Comments