আজিমপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

আজিমপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় অন্তত তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ছবি: রাফিউল ইসলাম

রাজধানীর আজিমপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আজিমপুর বাসস্ট্যান্ডের কাছে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া উপলক্ষে পার্ল হার্বার কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর আওয়ামী লীগের একটি সভা আয়োজন করা হয়। কিন্তু আয়োজকরা সকালে কমিউনিটি সেন্টারের সামনের গেটে আবর্জনার বিশাল স্তূপ দেখতে পান।

এর জন্য তারা আওয়ামী লীগেরই একটি প্রতিপক্ষ গ্রুপকে দায়ী করে সভায় অবাঞ্ছিত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘অবাঞ্ছিত গ্রুপের’ নেতাকর্মীরা পলাশীর দিক থেকে ঢোকার চেষ্টা করলে সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। এসময় দুপক্ষের মধ্যে ইটপাটকেল বিনিময় ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

অনুষ্ঠানস্থলের গেটের সামনে আবর্জনার স্তূপ। ছবি: রাফিউল ইসলাম

সংঘর্ষ লিপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এসময় বেশ কয়েকটি টিয়ার গ্যাসের শেল ছুড়ে। এক পর্যায়ে ইডেন কলেজের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন ও ভাংচুর করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ এলাকার ডেপুটি কমিশনার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফোর্স পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণে মিরপুর রোড, আজিমপুর রোড, পলাশী ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

1h ago