২০১৭ সালে তথ্য-প্রযুক্তি থেকে আয় ৮০০ মিলিয়ন ডলার

zunaid ahmed palak
চলতি বছরে বাংলাদেশ সফটওয়্যারসহ তথ্য-প্রযুক্তির বিভিন্ন পণ্য রপ্তানি করে ৮০০ মিলিয়ন ডলার আয় করেছে বলে জানিয়েছেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ছবি: স্টার

বাংলাদেশ চলতি বছরে সফটওয়্যারসহ তথ্য-প্রযুক্তির বিভিন্ন পণ্য রপ্তানি করে ৮০০ মিলিয়ন ডলার আয় করেছে বলে জানিয়েছেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

রাজধানীতে আজ (১৬ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ২০১৮ সালে রপ্তানি এক বিলিয়ন ডলার এবং ২০২১ সালে রপ্তানি পাঁচ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

আগামী ৬ ডিসেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া চারদিনব্যাপী তথ্য-প্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’-এর আয়োজনকে কেন্দ্র করে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কের এক আলোচনায় জুনায়েদ বলেন, “এই অর্জনের বিষয়ে আমরা ভিয়েতনামকে মডেল হিসেবে দেখছি। কেননা, দেশটি শূন্য থেকে শুরু করে দশ বছরে ২০ বিলিয়ন ডলার আয় করার সাফল্য দেখিয়েছে।”

আশা করা হচ্ছে, এ বছর ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ মেলায় বিপুল সংখ্যক বিদেশি অতিথি অংশ গ্রহণ করবেন। ইতোমধ্যে, বিভিন্ন দেশের ৩৫০টি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণের জন্যে নিবন্ধিত হয়েছে।

Comments