মাশরাফিকে ক্রিকেট বিশ্বের সবাই সমীহ করে: ম্যাককালাম

বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি মর্তুজা। দলকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিয়ে গেছেন। ওয়ানডে তার নেতৃত্বেই বাংলাদেশ এখন হিসেবে থাকা দল। রংপুর রাইডার্সে মাশরাফির অধিনায়কত্বেই খেলবেন ব্র্যান্ডন ম্যাককালাম। তার মতে মাশরাফিকে সমীহ করে পুরো ক্রিকেট বিশ্বই।
মাশরাফি যেবার আইপিএলে খেলতে কলকাতা নাইট রাইডার্সের ডেরায় যান তখন ওখানে ছিলেন ম্যাককালামও। দুজনের সম্পর্কও নাকি ওখান থেকেই বেশ জম্পেশ, 'ওর সঙ্গেও আমি খেলেছিল কলকাতা নাইট রাইডার্সে। ওর সঙ্গেও আমার সম্পর্ক দারুণ।'
গেইল-ম্যাককালামদের দল রংপুর অবশ্য আছে বেশ চাপে। তিন খেলায় কেবল একটাই জিততে পেরেছে মাশরাফি মর্তুজার দল। তবে টুর্নামেন্টের শুরুর ধাক্কা নাকি ঠিকই সামলে উঠবে তারা, 'তিন ম্যাচে মাত্র একটি জিতেছি আমরা। তবে এটি অনেক লম্বা টুর্নামেন্ট। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা স্থির থাকি, আতঙ্কিত না হই। আমাদের সাপোর্ট স্টাফ খুবই স্থির, অধিনায়কও ঠাণ্ডা মেজাজের। আমাদের দলটাও দারুণ। আমি নিশ্চিত, পরস্পরের সঙ্গে যখন মানিয়ে নেব আমরা, তখন আমরা ভালো করব। অবশ্যই এই টুর্নামেন্টে আরও অনেক ভালো দল আছে। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা ভালো খেলি।'
Comments