লালবাগ কেল্লায় সাকিবদের অন্যরকম দিন
বৃহস্পতিবার ঢাকা ডায়নামাইটসের অনুশীলন ছিল না। ম্যাচ ছিল না বিপিএলেরও। বিশ্রামের দিনটা তারা কাজে লাগিয়েছেন পুরনো ঢাকার লালবাগ কেল্লায় ঘুরে। কেবল ঘুরেননি, খেলেছেন ‘গলির ক্রিকেট’। ভক্তদের সঙ্গে মিশে ভাগ করেছেন আনন্দ।
আগের দিন গুড়ি গুড়ি বৃষ্টিত ম্যাচ ভেস্তে গেছে। আকাশে গোমরামুখ ছিল বৃহস্পতিবারও, কাটেনি ঝিরিঝিরি বৃষ্টির দাপট। তবে গোমরামুখ করে বসে ছিলেন না সাকিব আল হাসানরা। ঘুরেফিরে আনন্দ করেছেন। দলের স্পন্সর প্রতিষ্ঠানের আয়োজনে ভিন্নরকম ক্রিকেটেও মেতে উঠেন সুনিল, নারিন, কুমার সাঙ্গাকারা, শহিদ আফ্রিদি, সাকিব আল হাসানরা।
মোসাদ্দেক হোসেন সৈকত দলের হয়ে গণমাধ্যমে বলেন, ' এভাবে এত মানুষের মাঝে উন্মুক্ত ক্রিকেট খেলাটা আসলেই আনন্দের। আর ঢাকাবাসীর এমন সমর্থনে আমি বা বিদেশি ক্রিকেটাররাও মুগ্ধ।'
ঢাকা ডায়নামাইটসের পরের ম্যাচ শনিবার। সেদিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে নামবে সাকিবের দল।
Comments