খেলা

লালবাগ কেল্লায় সাকিবদের অন্যরকম দিন

বৃহস্পতিবার ঢাকা ডায়নামাইটসের অনুশীলন ছিল না। ম্যাচ ছিল না বিপিএলেরও। বিশ্রামের দিনটা তারা কাজে লাগিয়েছেন পুরনো ঢাকার লালবাগ কেল্লায় ঘুরে। কেবল ঘুরেননি, খেলেছেন ‘গলির ক্রিকেট’। ভক্তদের সঙ্গে মিশে ভাগ করেছেন আনন্দ।
লালবাগ কেল্লায় সাকিবদের অন্যরকম দিন
লালবাগ কেল্লায় সাকিবের গলির ক্রিকেট। ছবি: ফিরোজ আহমেদ

বৃহস্পতিবার ঢাকা ডায়নামাইটসের অনুশীলন ছিল না। ম্যাচ ছিল না বিপিএলেরও। বিশ্রামের দিনটা তারা কাজে লাগিয়েছেন পুরনো ঢাকার লালবাগ কেল্লায় ঘুরে। কেবল ঘুরেননি, খেলেছেন ‘গলির ক্রিকেট’। ভক্তদের সঙ্গে মিশে ভাগ করেছেন আনন্দ। 

আগের দিন গুড়ি গুড়ি বৃষ্টিত ম্যাচ ভেস্তে গেছে। আকাশে গোমরামুখ ছিল বৃহস্পতিবারও, কাটেনি ঝিরিঝিরি বৃষ্টির দাপট। তবে গোমরামুখ করে বসে ছিলেন না সাকিব আল হাসানরা। ঘুরেফিরে আনন্দ করেছেন। দলের স্পন্সর প্রতিষ্ঠানের আয়োজনে ভিন্নরকম ক্রিকেটেও মেতে উঠেন সুনিল, নারিন, কুমার সাঙ্গাকারা, শহিদ আফ্রিদি, সাকিব আল হাসানরা। 

লালবাগ কেল্লায় সাকিবদের অন্যরকম দিন
টেনিস বল দিয়ে গলির ক্রিকেট। অনেক ক্রিকেটারের শৈশবের স্মৃতি ফিরিয়ে এনেছে ভিন্নরকম এই আয়োজনে। লালবাগ কেল্লায় জড়ো হওয়া ক্রিকেটভক্তরাও হতাশ হননি। বলের মধ্যে অটোগ্রাফ দিয়ে ক্রিকেটাররা ছুঁড়ে দিয়েছেন তাদের দিকে।

মোসাদ্দেক হোসেন সৈকত দলের হয়ে গণমাধ্যমে বলেন, ' এভাবে এত মানুষের মাঝে উন্মুক্ত ক্রিকেট খেলাটা আসলেই আনন্দের। আর ঢাকাবাসীর এমন সমর্থনে আমি বা বিদেশি ক্রিকেটাররাও মুগ্ধ।'

ঢাকা ডায়নামাইটসের পরের ম্যাচ শনিবার। সেদিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে নামবে সাকিবের দল। 
লালবাগ কেল্লায় সাকিবদের অন্যরকম দিন

 

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago