শাহজালালে ভারতীয় উড়োজাহাজে আগুন

spicejet
স্পাইসজেটের একটি উড়োজাহাজ। ছবি: ফাইল ফটো

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (১৭ নভেম্বর) সকালে ভারতীয় স্পাইসজেটের কলকাতাগামী একটি উড়োজাহাজের সামনের চাকায় আগুন লাগার ঘটনা ঘটে।

তবে এই ঘটনায় কেউ আহত হননি।

বিমানবন্দরের উপ-পরিচালক (এয়ার ট্রাফিক) ওয়াহিদুর রহমান দ্য ডেইল স্টারকে বলেন, ৭৪ জন যাত্রী এবং চারজন পাইলট ও ক্রুকে নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে।

আজ সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কলকাতাগামী এই উড়োজাহাজটি টেক্সিওয়ে থেকে রানওয়ের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ওয়াহিদুর রহমান আরো জানান, উড়োজাহাজের সামনের চাকায় আগুন লাগার ফলে পাইলট টেকঅফ থেকে বিরত থাকেন। এরপর, অগ্নি নির্বাপক দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন, সামনের চাকাটির বিয়ারিং ভেঙ্গে এই দুর্ঘটনা ঘটতে পারে।

এর ফলে বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল এক ঘণ্টার মতো বন্ধ ছিলো বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়।

Comments

The Daily Star  | English
NBR officers retired by government

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago