আমি সাত সন্তান আর সাতটা ব্যালন ডি’অর চাই: রোনালদো
কদিন আগেই পঞ্চমবারের ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন। ব্যালন ডি’অর জেতা আছে চারবার। এবারও তারই জেতার সম্ভাবনা প্রবল। ওদিকে জন্ম নিয়েছে রোনালদো চতুর্থ সন্তান। অর্থাৎ বাবা রোনালদো আর ফুটবলার রোনালদো চলছেন সমান তালে। তার টার্গেট খেলা ছাড়ার আগে দুটোকেই সাতের ঘরে নিয়ে যাওয়া।
গতবছর লিওনেল মেসিকে পেছনে ফেলে ব্যালন ডি’অর ও ফিফা বেস্ট প্লেয়ার দুটোই জেতা হয়েছে।
চলতি সপ্তাহে বান্ধবী জর্জিনা রদ্রিগেসের কোলে এসেছে রোনালদোর মেয়ে আলানা মার্তিনা। এরপর ফরাসী পত্রিকা লেকিপকে তিনি বলেন, ‘আমি সাতটা সন্তান ও সাতটা ব্যালন ডি’অর চাই। যতদিন খেলব, সবগুলো জেতার ইচ্ছাই আমার থাকবে। এবার স্বপ্ন পঞ্চম ব্যালন ডি’অর জেতা। পরের বছরেরটা জেতা এবং এরপর আরও একটার খোঁজে থাকা।’
সাত সন্তান হতে রোনালদোর বাকি তিন, সাত ব্যালন ডি’অর পেতেও তাই। কে জানে হয়ত দুটোই পেয়ে যাবেন তিনি।
Comments