শ্রীলঙ্কায় ভারত-বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টির তারিখ চূড়ান্ত

বাংলাদেশের সবশেষ শ্রীলঙ্কা সফরের সময়েই ঠিক হয়েছিল আগামী মার্চে বাংলাদেশ-ভারতকে নিয়ে হবে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবার তার তারিখও চূড়ান্ত করে ফেলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কায় ভারত-বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট
ফাইল ছবি

বাংলাদেশের সবশেষ শ্রীলঙ্কা সফরের সময়েই ঠিক হয়েছিল আগামী মার্চে বাংলাদেশ-ভারতকে নিয়ে হবে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবার তার তারিখও চূড়ান্ত করে ফেলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 

আগামী বছরের মার্চ মাসের ৮ থেকে ২০ তারিখ কলম্বোয় হবে টুর্নামেন্টটি। 

টুর্নামেন্টে তিন দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্টের শীর্ষে থাকা দুই দল খেলবে ২০ তারিখের ফাইনাল। সবগুলো ম্যাচই হবে কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে। টুর্নামেন্টের তারিখ ঠিক হলেও পূর্নাঙ্গ ফিক্সচার এখনো প্রকাশ করা হয়নি। 

স্বাধীনতার ৭০ বছরপূর্তি উপলক্ষে লঙ্কান বোর্ড প্রধান থিলাঙ্গা সুমাথিপালা এই টুর্নামেন্টের উদ্যোগ নেন। এরআগে ১৯৯৮ সালেও স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছিলেন তিনি। ভারত, শ্রীলঙ্কার সঙ্গে সে টুর্নামেন্ট খেলেছিল নিউজিল্যান্ড। 

Comments