প্রেসিডেন্ট পদ থেকে মুগাবেকে বরখাস্ত করছে তার দল
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বরখাস্ত করছেন দেশটির ক্ষমতাসীন জেডএএনইউ-পিএফ পার্টি। আজ রবিবার দলের বৈঠকে নজিরবিহীনভাবে প্রেসিডেন্টকে বরখাস্ত করার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হবে। দলটির দুটি সূত্র থেকে প্রেসিডেন্টকে বরখাস্তের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে রয়টার্স।
চার দিন আগে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, অপরাধীদের দমন করতে তারা মাঠে নেমেছে। প্রেসিডেন্টের সাথে ঘনিষ্ঠ ‘অপরাধীদের’ দমন করে স্বাভাবিক অবস্থা ফিরে এলেই তারা ব্যারাকে ফিরে যাবে বলেও ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রক্ষমতা দখলের কথা অস্বীকার করলেও কার্যত এখন সেনানিয়ন্ত্রণে রয়েছে আফ্রিকান এই দেশটি।
জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, রবিবার সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন মুগাবে। দেশটির ক্যাথলিক যাজক এই দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন।
মুগাবেকে ক্ষমতাচ্যুত করার খবরে রাজধানী হারারের রাস্তায় উল্লাস দেখা গেছে। শনিবার হাজারো মানুষ রাজধানীতে জড়ো হয়ে গান গাইতে ও নাচতে দেখা যায়। এসময় তাদের অনেকেই সেনাবাহিনীর সদস্যদের জড়িয়ে ধরেন।
মুগাবেকে ক্ষমতাচ্যুত করার পাশাপাশি এমারসন এমনাঙ্গুয়াকে দলের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত আসতে পারে। ‘দ্য ক্রোকোডাইল’ নামে পরিচিত এমারসন দেশটির সাবেক নিরাপত্তা প্রধান। চলতি মাসেই তাকে বরখাস্ত করা হয়েছিল। এর পরই সেনাহস্তক্ষেপ হল দেশটিতে।
Click here to read the English version of this news
Comments