কুমিল্লার জয়ের ম্যাচে তামিম, লিটনের শাস্তি
শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটকিপার লিটন দাস। জরিমানার পাশাপাশি দুজনেই পেয়েছেন তিন ডিমেরিট পয়েন্ট।
শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে না নিয়ে তর্কে জড়ানোয় এই দুজনের ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়ম অনুযায়ী তাদের একাউন্টে যোগ হয়েছেন তিন ডিমেরিট পয়েন্ট। চলতি বিপিএলে চার ডিমেরিট পয়েন্ট হলেই এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাদের।
ম্যাচ শেষে তামিম ও লিটনের বিপক্ষে অভিযোগ আনেন মাঠের আম্পায়ার রানমোর মার্টিনেজ, মাহফুজুর রহমান, টিভি আম্পায়ার মোরশেদ আলি খান ও চতুর্থ আম্পায়ার মহিদুজ্জামান। ম্যাচ রেফারি সেলিম শাহের কাছে তামিম ও লিটন অভিযোগ স্বীকার করে নেওয়ায় আর শুনানির দরকার হয়নি।
কুমিল্লার দেওয়া ১৫৪ রান তাড়ায় ব্যাট করছিল রংপুর রাইডার্স। ৩২ রানে ৪ উইকেট হারানো রংপুরকে তখন টানছিলেন ইংলিশ রবি বোপারা। তার বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরালো আবেদন আম্পায়ার সাড়া না দিলে তামিম ও লিটন আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
Comments