মরক্কোয় খাবার নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১৫

মরক্কোয় এক ধনী ব্যক্তির বিতরণ করা খাবার নিতে গিয়ে পদদলিত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় সিদি বৌলালাম শহরে একটি বাজারে এই ঘটনা ঘটে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
morocco

মরক্কোয় এক ধনী ব্যক্তির বিতরণ করা খাবার নিতে গিয়ে পদদলিত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় সিদি বৌলালাম শহরে একটি বাজারে এই ঘটনা ঘটে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

হাসপাতাল সূত্রগুলো বলছে, পদদলিত হয়ে মোট ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। নিহতদের বেশিরভাগই নারী।

স্থানীয় একজন সাংবাদিক বলেন, ওই ধনী ব্যক্তি এর আগেও খাবার বিতরণ করেছেন। কিন্তু এ বছর ধারণার চেয়েও বেশি মানুষ খাবার নিতে জড়ো হন। প্রায় এক হাজার মানুষের চাপে লোহার একটি বেড়া ভেঙ্গে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, দেশটির সুলতান ষষ্ঠ মোহাম্মদ নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে আহতদের চিকিৎসা খরচের দায়িত্ব নিয়েছেন তিনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

দেশের উত্তরাঞ্চলে দারিদ্র দূর করায় ব্যর্থতা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ‘অসাম্য’ পাওয়ার পর গত মাসেই সুলতান মোহাম্মদ শিক্ষা, পরিকল্পনা, গৃহায়ণ ও স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছিলেন। অঞ্চলটিতে বিক্ষোভও দেখিয়েছে জনগণ।

Comments

The Daily Star  | English

Over 15,900 Palestinians killed in Gaza since Oct 7

More than 15,900 Palestinians, including 250 health workers, have been killed in Gaza since the outbreak of war on October 7, the Palestinian health minister said today

54m ago