এবার মুখ খুললেন পামেলা অ্যান্ডারসন

Pamela Anderson
অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত

আমেরিকার সুপারমডেল ও টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’-খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের অভিযোগ, হলিউডের বিতর্কিত প্রযোজক হার্ভি ওয়েইন্সটিনের হুকুম না শোনায় তাঁকে চলচ্চিত্রে কাজ করতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন।

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’-খ্যাত এই অভিনেত্রীর আরো অভিযোগ, হার্ভি তাঁর সঙ্গে অকথ্য ভাষা ব্যবহার করেছেন। এমনকি, তিনি অশোভন আচরণ করতেও দ্বিধা করতেন না।

সংবাদমাধ্যম দ্য টাইমসকে পামেলা বলেন, “হার্ভি চেয়েছিলেন আমি সুপারহিরো মুভি ‘ইনভিজিবল গার্ল’-এ অভিনয় করি। সেসময় তার সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি অসভ্যের মতো রেগে গিয়ে চিৎকার করে বলেন, তুমি পামেলা অ্যান্ডারসন, তোমার সৌভাগ্য যে তুমি আমার ছবিতে কাজ করার সুযোগ পাচ্ছ। কথা না শুনলে তুমি এই ইন্ডাস্ট্রিতে কোথাও কাজ করতে পারবে না।”

তবে পামেলা কোন যৌন হয়রানির শিকার হননি বলেও সংবাদমাধ্যমটিকে জানান।

এদিকে, হার্ভি ওয়েইন্সটিনের হাতে সারা পৃথিবীতে গত তিন দশকে ৮০ জনের বেশি নারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কিছু কিছু অভিযোগ যাচাই করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

আরো পড়ুন:

কেট উইন্সলেটকে অস্কার পেতে সহযোগিতা করেছিলেন হার্ভি ওয়েইন্সটিন!

‘ঐশ্বরিয়ার সঙ্গও চেয়েছিলেন হার্ভি ওয়েইন্সটিন’

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

13h ago