ভারতের প্রাক্তন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি প্রয়াত
ভারতের প্রাক্তন তথ্য ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি মারা গেছেন। তার ৭২ বছর বয়স হয়েছিল। দিল্লির ইন্দ্রপ্রস্থ এলাকায় একটি বেসরকারি হাসপাতালে সোমবার দুপুর ১২টা ১০ মিনিটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০০৮ সালে ১২ অক্টোবর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে গভীর কোমায় আচ্ছন্ন হয়ে পড়েন পশ্চিমবঙ্গের রায়গঞ্জের তৎকালীন সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সি।
টানা ৯ বছর কোমায় আচ্ছন্ন থাকার পর গত কয়েক দিন তার অবস্থার আরো অবনতি হয়। মৃত্যুর সময় প্রয়াত কংগ্রেস নেতার পাশে ছিলেন তার স্ত্রী কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি।
দীর্ঘ ৯ বছর প্রিয়রঞ্জন দাশমুন্সির পুরো চিকিৎসা ব্যয় বহন করেছেন দেশটির কেন্দ্রীয় সরকার।
১৯৮৫ সালে প্রথম কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসাবে নিযুক্ত হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা ছিল বন্ধুসম। হাজার হাজার উদ্বাস্তু পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। সে সময় তিনি এগিয়ে এসেছিলেন।
বর্তমান বাংলাদেশের দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় ১৯৪৫ সালের ১৩ নভেম্বর প্রিয়রঞ্জন দাশমুন্সি জন্মগ্রহণ করেন।
Comments