চলতি সপ্তাহেই চুক্তির ব্যাপারে আশাবাদী সু চি

Aung San Suu Kyi
অং সাং সু চি। ছবি: রয়টার্স

রোহিঙ্গা শরণার্থীদের ফেরানোর ব্যাপারে চলতি সপ্তাহেই বাংলাদেশের সাথে একটি চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মিয়ানমারের নেত্রী অং সাং সু চি। মিয়ানমারের রাজধানী নেপিডোতে চলমান ত্রয়োদশ এশিয়া ইউরোপ মিটিং (আসেম) এর শেষ দিনে আজ তিনি রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছায় ফিরে আসার ব্যাপারে কথা বলেন।

রোহিঙ্গাদের ফেরার ব্যাপারে প্রশ্নের জবাবে সু চি বলেন, “আগামী বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হবে। সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়া রোহিঙ্গাদের মধ্যে যারা ফিরতে চায় তাদের আবেদন যাচাইয়ে গত মাস থেকেই দুই দেশের কর্মকর্তারা আলোচনা চালাচ্ছেন।”

এশিয়া ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের শেষ দিনে তিনি বলেন, “আমরা আশা করছি বৈঠক থেকে দ্রুত দুপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে যাতে করে বাংলাদেশে যাওয়া রোহিঙ্গারা নিরাপদে ও স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে আসতে পারে।”

গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর ৩০টি চৌকিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী নির্বিচারে রোহিঙ্গা নিধন শুরু করে। নির্যাতনের হাত থেকে বাঁচতে গত তিন মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। মানবাধিকার সংগঠনগুলোর বলছে, রোহিঙ্গাদের শত শত গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলেও তারা জানিয়েছে।

সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের এমন গুরুতর অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে সু চি বলেন, “এটা হয়েছে কি হয়নি তা আমরা বলতে পারব না। যেন এমনটা না হয় সেটা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।”

তবে তিনি তার বক্তব্যে ‘রোহিঙ্গা’ শব্দটি একবারের জন্যও ব্যবহার করেননি। 

Comments

The Daily Star  | English

Israel says Iran violates ceasefire, orders new strikes

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago