মাথায় প্রিয় তারকা মোশাররফ করিমের নাম

জনপ্রিয় তারকাদের নিয়ে ভক্তদের মধ্যে একটি উন্মাদনা থাকে। প্রিয় তারকার ছবি সংগ্রহ করা, অটোগ্রাফ নেওয়া, হাল আমলে সেলফি তোলা ইত্যাদি নিত্যদিনের বিষয়। ভক্তদের সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেন তারকারা।
ঠিক এমনি কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তাঁর এক ভক্ত মাথার পেছনে প্রিয় তারকার নাম লিখেছেন।
ছবিটি নিজের ফেসবুক পেইজে পোস্ট করে মোশাররফ করিম লিখেছেন: “কিছু ভালোবাসা কাজের অনুপ্রেরণা যোগায়। প্রতিদিন এমন অসংখ্য ভক্তের ভালোবাসায় আমি সিক্ত। সবাই এমনভাবে আমায় ভালোবেসে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি।”
Comments