বিপিএলে সাকিবের সেরা বোলিংয়ের রেকর্ড
বিপিএলের হাই ভোল্টেজ ম্যাচে ব্যাটের তাণ্ডবে সব আলো কেড়ে নিচ্ছিলেন ক্রিস গেইল। তিনি থামার পর মঞ্চে আবির্ভাব সাকিব আল হাসানের। ১৬ রানে ৫ উইকেট নিয়ে ঢাকার বোলিং হিরো তিনিই। গড়েছেন বিপিএলের নিজের সেরা বোলিংয়ের রেকর্ড।
এর আগে বিপিএলে কখনো ৫ উইকেট ছিল না সাকিবের। নিজের সেরা তো বটেই, ৩ .৫ বল করে ১৬ রানে পাঁচ উইকেট নেওয়া সাকিবের বোলিং ফিগার বিপিএলের ইতিহাসে তৃতীয় সেরা। শেষ দুই উইকেট আবার নিয়েছেন পর পর দুই বলে। পরের ম্যাচে তাই হ্যাটট্রিকের সামনে থাকবে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক।
সাকিবের উইকেট নেওয়া শুরু শাহরিয়ার নাফীসকে আউট করে। অভিজ্ঞ নাফীস পুরো টুর্নামেন্টের বেশ নড়বড়ে। সাকিবের বলে সুইপ করে দিয়েছেন ক্যাচ। রংপুরের হয়ে থিতু হয়ে ব্যাট করছিলেন মিঠুন। তাকেও ফিরিয়ে দেন সাকিব। পরে আউট করেছেন জিয়াউর রহমান, সোহাগ গাজী ও রুবেল হোসেনকে।
এক পর্যায়ে গেইল ঝড়ে ৭ ওভারেই ৭০ পেরিয়ে গিয়েছিলো রংপুর। বল করতে এসে মিডল অর্ডারে বড় আঘাত হানেন সাকিব। উইকেট নেওয়ার পাশাপাশি রানের চাকাও থমকে দেন তিনি।
বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড মোহাম্মদ সামির। ২০১২ মৌসুমে রাজশাহীর হয়ে ৬ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। গেল আসরে ১৫ রানে পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলিংয়ের গড়েন বরিশাল বুলশের কেবন কুপার। এই নিয়ে ৯ বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড হলো বিপিএলে।
Comments