২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই সব ভোটারের জন্য স্মার্ট এনআইডি

আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দেওয়ার লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ৩২টি জেলায় স্মার্ট এনআইডি বিতরণ করা শুরু করবে নির্বাচন কমিশন।
বর্তমানে বেশ কয়েকটি সিটি করপোরেশন এলাকায় এনআইডি কার্ড বিতরণের কাজ করছে নির্বাচন কমিশন। কিন্তু এখন প্রায় সব ধরনের দাপ্তরিক কাজেই জাতীয় পরিচয়পত্র প্রয়োজনীয় হয়ে পড়ায় মধ্যবর্তী সময়ের জন্য নতুন ভোটারদের ল্যামিনেটেড এনআইডি কার্ড দেওয়া হবে।
দেশব্যাপী এনআইডি কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও বিতরণে গতি আনতে দুই হাজার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও আরও দুই হাজার ইমেজ রিকগনিশন ইন্টেলিজেন্ট সফটওয়্যার (আইরিস) স্ক্যানার ক্রয় করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, “এনআইডি কার্ড বিতরণে গতি আনতে সশস্ত্র বাহিনীর সহায়তা নেওয়ার নেওয়া হচ্ছে।”
এ জন্য ৫১৭টি আইরিস স্ক্যানার ও সমসংখ্যক ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার যন্ত্র ক্রয় করা হয়েছে বলেও তিনি জানান।
শাহাদাত হোসেন চৌধুরী জানান, “আমাদের লক্ষ্য হল ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে ৯ কোটি স্মার্ট এনআইডি কার্ড তৈরির প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে বিতরণ করা। এছাড়াও আগামী বছরের প্রথম দিকেই এক কোটি ২০ লাখ নতুন ভোটারকে সাময়িক এনআইডি (ল্যামিনেটেড) দেওয়ার জন্যও আমরা কাজ করছি।”
গতকাল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে আইডিইএ প্রকল্পের স্টিয়ারিং কমিটির বৈঠক থেকে এসব সিদ্ধান্ত এসেছে।
Comments