নতুন দুই গানে হাবিব ও ন্যান্সি
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও ন্যান্সি। তাঁদের দুজনার গান মানেই ভিন্ন কিছু। তাঁদের একসঙ্গে গাওয়া বেশকিছু গান শ্রোতাপ্রিয়তার শীর্ষে রয়েছে।
সেই ধারাবাহিকতায় আবারও দুটি দ্বৈত গান নিয়ে আসছেন তাঁরা। নাম ঠিক না হওয়া গান দুটি লিখেছেন গুঞ্জন রহমান ও সুহৃদ সুফিয়ান। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ।
কিছুদিন আগে এই জুটির ‘গোলাপের দিন’ নামে নতুন একটি গান প্রকাশিত হয়েছিল। গানটি মোটামুটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
ন্যান্সি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সম্প্রতি হাবিব ভাইয়ের সঙ্গে ‘গোলাপের দিন’ নামে একটি গান করেছি। খানিক বিরতির পর গানটি করেছিলাম। শ্রোতারা গানটিকে ভালোবেসে গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন দুটি গান আসছে আমাদের। আশা করি, হাবিব ভাইয়ের সুর-সংগীতের যাদুতে মুগ্ধ হবেন শ্রোতারা।”
Comments