এ বছরে সবচেয়ে বেশি আয় করলেন যে ১০ নারী সংগীতশিল্পী
এ বছরে বিশ্বে সবচেয়ে বেশি আয় করা নারী সংগীতশিল্পীদের নামের তালিকা প্রকাশ করেছে ফোবর্স ম্যাগাজিন। গত বছরের তুলনায় এ বছর সে তালিকায় বেশ রদবদল লক্ষ্য করা যায়। ডেইলি স্টার অনলাইনের পাঠকদের কাছে তুলে ধরা হলো চলতি বছরের সেরা ১০ নারী সংগীতশিল্পীর নাম।
বিশিষ্ট কণ্ঠশিল্পী অ্যাডেলে এবং টেইলর সুইফটকে পেছনে ফেলে এবছর সবচেয়ে বেশি আয়ের নারী সংগীতশিল্পী হিসেবে তালিকায় শীর্ষে এসেছেন আমেরিকান তারকা বিয়ন্সে।
‘ডেঞ্জারাসলি ইন লাভ’-খ্যাত এই শিল্পী চলতি বছরে মোট আয় হয়েছে ১০৫ মিলিয়ন ডলার। তাই ফোবর্স ম্যাগাজিনের ‘সংগীতে সবচেয়ে বেশি আয়ের নারী শিল্পী’-র তালিকার শীর্ষে উঠে এসেছে বিয়ন্সের নাম। গতবছর ৫৪ মিলিয়ন ডলার আয় নিয়ে তিনি ছিলেন তালিকার পঞ্চমে।
এ বছর মোট ৬৯ মিলিয়ন ডলার আয় নিয়ে অ্যাডেলে ম্যাগাজিনটির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। গত বছর তিনি সাড়ে ৮০ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানটিতেই ছিলেন।
২০১৬ সালে ১৭০ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকায় শীর্ষে থাকা টেইলর সুইফট এবছর তালিকায় রয়েছেন তৃতীয় বেশি আয়ের সংগীত তারকা হিসেবে। এ বছর সুইফটের আয় ৪৪ মিলিয়ন ডলার।
গত বছর তালিকায় দশম অবস্থানে থাকা সেলিন ডিয়ন ৪২ মিলিয়ন ডলার আয় নিয়ে এবছর তালিকায় চতুর্থ অবস্থানে এসেছেন।
গত বছর সাড়ে ৩৯ মিলিয়ন ডলার আয় নিয়ে নারী সংগীতশিল্পীদের তালিকায় সপ্তম অবস্থানে ছিলেন জেনিফার লোপেজ। এ বছর তিনি ৩৮ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে এসেছেন।
এ বছর বেশি আয়ের ১০ নারী শিল্পীর তালিকায় আরো রয়েছেন যথাক্রমে ডলি পার্টন (৩৭ মিলিয়ন ডলার), রিহানা (৩৬ মিলিয়ন ডলার), ব্রিটনি স্পিয়ার্স (৩৪ মিলিয়ন ডলার), কেটি পেরি (৩৩ মিলিয়ন ডলার) এবং বারবারা স্ট্রেইস্যান্ড (৩০ মিলিয়ন ডলার)।
Comments